
নূরুজ্জামান ফারুকী হবিগঞ্জ জেলা প্রতিনিধি ॥
হবিগঞ্জ শহরের উত্তর শ্যামলী এলাকার শেষ সীমানায় মাদক ব্যবসায়ী বাসায় মাদক সেবন ও অসামাজিক কার্যকলাপের অভিযোগ পাওয়া গেছে। শুধু তাই নয়, ইয়াবা সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তোলপাড় শুরু হয়।
জানা যায়, ওই এলাকার দুই যুবক মিলে অসামাজিক কার্যকলাপসহ মাদক বিক্রি করে আসছে। এলাকাবাসী তাদের বিরুদ্ধে বার বার আইন-শৃংখলা বাহিনীর কাছে অভিযোগ দিলেও এর কোন কার্যকর ব্যবস্থা নেয়া হয়নি। এমনকি তাদের বিরুদ্ধে মাদকসহ একাধিক মামলা থাকার পরও তারা অনৈতিক কার্যকলাপ চালিয়ে যাচ্ছে বীরদর্পে। এরকম একটি আবাসিক এলাকায় এসব ব্যবসার ফলে পরিবেশ নষ্টসহ চুরি-ছিনতাই বৃদ্ধি পাচ্ছে। দুই যুবক এক যুবতীকে নিয়ে ইয়াবা সেবন অবস্থায় ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। নিমিষেই ভিডিওটি নিয়ে সর্বত্র তোলপাড় শুরু হয়। অনেকেই প্রশ্ন তুলেছেন এমন একটি ভিডিও যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পরও প্রশাসন এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে না।
এ বিষয়ে হবিগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ আলমগীর কবির বলেন, তদন্তপূর্বক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং ঘটনাস্থল নিশ্চিত করে অভিযান পরিচালনা করা হবে।
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
আপনার মতামত লিখুন :