দ্য সিলেট পোস্ট ডেস্ক রিপোর্ট
গত ৮ জানুয়ারী ২০২৪ ইং তারিখে পূর্ব লন্ডনের ছটপটি লাউঞ্জ, ২৫৬ বেথনাল গ্রীন রোডে বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভী বাজায় ৪- শ্রীমঙ্গল-কমলগঞ্জে আসন থেকে উপাধ্যক্ষ ডক্টর আব্দুস শহীদ সপ্তম বারের মত সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় তাঁর বিজয় উপলক্ষে যুক্তরাজ্যে বসবাসরত শ্রীমঙ্গল-কমলগঞ্জবাসীর মিষ্টি মুখ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
যুক্তরাজ্য আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জননেতা সুলতান মাহমুদ শরিফ, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য আগামী লীগের সাংগঠনিক সম্পাদক, আব্দুল আহাদ চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম, মোজাম্মেল চৌধুরী টিপু, সলিসিটর মোহাম্মদ ইয়া ওর উদ্দিন, বঙ্গবন্ধু শিশু একাডেমীর সিনিয়র সহ-সভাপতি মাহবুবুল হাসান (বাচ্চু বক্ত) , সোহেল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী জুয়েল আহমদ,শাহীন আহমেদ চৌধুরী, সাংবাদিক নজরুল ইসলাম।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নুরুজ্জামান চৌধুরী রাসেল, আহমদ,মুস্তাক আহমদ, সোহেল আহমেদ,
নাজমুল ইসলাম ইমন, জাকির হোসেন হোসেন পান্না, বুরহান উদ্দিন, তৈয়বুর রহমান প্রমুখ। অনুষ্ঠানটি সার্বিকভাবে পরিচালনা করেন সাংবাদিক বুলবুল আহমদ।
মিষ্টিমুখ ও আলোচনা সভায় উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদ এমপি ভার্চুয়ালি সম্পৃক্ত হন, তার নির্বাচনী প্রক্রিয়ায় প্রবাস থেকে বিশেষ ভূমিকা রাখার জন্য প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও ডিনার পরিবেশন শেষে অনুষ্ঠানের কাজ শেষ হয়।
আপনার মতামত লিখুন :