নূরুজ্জামান ফারুকী হবিগঞ্জ থেকে।।
বানিয়াচং থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ডাকাত সোহাগকে গ্রেফতার করেছে। গত ২৩ অক্টোবর রাতে থানার এসআই মোঃ শামছুল ইসলামসহ একদল সংগীয় ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে ডাকাতি মামলার পলাতক আসামী ডাকাত সোহাগ মিয়া (১৯) কে গ্রেফতার করা হয়। সে কালিদাসটেকা গ্রামের ইনুছ মিয়ার ছেলে।
আসামী সোহাগ মিয়া, ডাকাতি মামলার ঘটনায় জড়িত মর্মে স্বাকীর করিয়া বিজ্ঞ আদালতে স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে। এ বিষয়ে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন’র সাথে আলাপকালে তিনি জানান, ডাকাত সোহাগ ইতিমধ্যে ডাকাতির সাথে জড়িত রয়েছে মর্মে স্বীকারোক্তি দিয়েছে। তার কাছ থেকে পাওয়া তথ্য উপাত্ত যাছাই করে চিহিৃত অপরাধীকে গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে। এছাড়া থানা এলাকায় চুরি, ডাকাতি রোধকল্পে বানিয়াচং থানা পুলিশের বিশেষ অভিযানও অব্যাহত থাকবে। একই দিন রাতে অভিযান চালিয়ে গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী এড়ালিয়া পাড়ার শাহ ইসরাইল মিয়ার ছেলে নিজাম উদ্দিন (৩৫), গুনই গ্রামের তমিজ উদ্দিন এর ছেলে মোঃ তাজ উদ্দিন (২৩) কে গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
মন্তব্য করুন