বাবুবাজার ব্রিজে ইয়াবা বিক্রির সময় মাদক কারবারি গ্রেফতার


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : অক্টোবর ২০, ২০২১, ১১:১৮ অপরাহ্ন /
বাবুবাজার ব্রিজে ইয়াবা বিক্রির সময় মাদক কারবারি গ্রেফতার

মাহাদি হাসান, স্টাফ রিপোর্টার।।

রাজধানীর বাবুবাজার ব্রিজের ওপর ইয়াবা বিক্রির সময় মো. মিরাজ সিকদার নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিএমপির কোতোয়ালি থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে ৩ হাজার ৯০০ পিস ইয়াবা জব্দ করা হয়।

বুধবার (২০ অক্টোবর) কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বাবুবাজার ব্রিজের ওপরে মাদক কারবারিরা ইয়াবা বিক্রির জন্য অবস্থান করছেন। এই সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে অভিযান পরিচালনা করে একটি টিম মো. মিরাজ সিকদারকে গ্রেফতার করে। এ সময় তাকে তল্লাশি করে ৩ হাজার ৯০০ পিস ইয়াবা জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিরাজ পুলিশকে জানায়, দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে ব্যবসায়ীরা ইয়াবা সংগ্রহ করে ঢাকায় নিয়ে আসে। তাদের সঙ্গে তার পরিচয় রয়েছে। ওইসব ব্যবসায়ীদের কাছে থেকে ইয়াবা সংগ্রহ করে মিরাজ রাজধানীর বিভিন্ন এলাকায় ইয়াবা বিক্রি করে আসছিল।

গ্রেফতারের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও তিনি জানান।