মুজিবুর রহমান রঞ্জু,কমলগঞ্জ,মৌলভীবাজারঃ
মৌলভীবাজারের কমলগঞ্জে নিবন্ধন করে টিকা না দিয়েও নিবন্ধনকারীদের মুঠোফোনে আসছে টিকা সম্পন্নের ক্ষুদে বার্তা। সিনোফার্মার টিকা দিয়ে টিকা গ্রহনকারী পেয়েছেন এস্ট্রোজেনিকা টিকার সনদ। আবার একটি ডোজ দিয়েও অনেকেই পেয়েছেন সনদ। আবার দ্বিতীয় ডোজ দেওয়ার এক মাস পরও আবার টিকা গ্রহনকারীর মুঠোফোনে দ্বিতীয় ডোজ দেওয়ার আসছে ক্ষুদে বার্তা। কমলগঞ্জে এমন বিভ্রান্তিতে পড়েছেন টিকার নিবন্ধনকারীরা। বিষয়টি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সু-রক্ষা বিডির সার্ভারের ত্রুটি বলে মনে করছেন উপজেলা স্বাস্থ্য বিভাগ।
শমশেরনগর বাজারের আব্দুস শুকুর জানান তিনি গত সেপ্টেম্বর মাসের প্রথম দিকে নিবন্ধন করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিনোফার্মার টিকার প্রথম ডোজ দিয়েছিলেন। তিনি পরবর্তীতে দ্বিতীয় ডোজ টিকা দেবার অপেক্ষা করছিলেন। এক সপ্তাহের মধ্যে তার মুঠোফোনে ক্ষুদে বার্তা আসে তার এস্ট্রোজেনিতার দ্বিতীয় ডোজ সম্পন্ন হয়েছে। তিনি স্বাস্থ্য সু-রক্ষা বিডি থেকে টিকা গ্রহনের সনদ নিতে পারেন।
আব্দুস শুকুর আরও বলেন, তার স্ত্রী টিকার নিবন্ধন করে টিকা গ্রহন না করলেও তার মুঠোফোনে বার্তা আসে তার দ্বিতীয় ডোজ টিকা সম্পন্ন হয়েছে। তিনি সনদ গ্রহন করতে পারবেন। শমশেরনগরের ইয়াছিন মিয়া বলেন, তিনি সিনোফার্মার দুটি ডোজ দিয়ে সনদ গ্রহন করেছেন। কয়েক দিন পরে তার মুঠোফোনে ক্ষুদে বার্তা আসে তার এস্ট্রোজেনিকা টিকার দ্বিতীয় ডোজ সম্পন্ন হয়েছে। তিনি সনদ গ্রহন করতে পারবেন।
কমলগঞ্জ উপজেলা সদরের নছরতপুর এলাকার ফজলুর রহমান বলেন, তিনি প্রায় তিন মাস আগে টিকার নিবন্ধন করেছিলেন। তিনি অসুস্থ্য থাকায় এখন টিকা গ্রহন করেননি। তার মুঠোফোনে ক্ষুদে বার্তা আসে তার টিকার দ্বিতীয় ডোজ সম্পন্ন হয়েছে। তিনি সনদ গ্রহন করতে পারবেন।
শমশেরনগর সুজা মেমোরিয়াল কলেজ রোডের দেলওয়ার হোসেন বলেন, তিনি নিবন্ধন করে গত আগস্ট মাসের ৩০ তারিখই দ্বিতীয় ডোজ গ্রহন করেছেন। বুধবার (৬ অক্টোবার) রাতে তার মুঠোফোনে তার ও তার স্ত্রীর নামে ক্ষুদে বার্তা আসে ৭ অক্টোবর কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তারা টিকার দ্বিতীয় ডোজ গ্রহন করতে হবে। এভাবে অনেকেই অভিযোগ করেন বিভ্রান্তিমূলক ক্ষুদে বার্তা পাওয়ার।
কমলগঞ্জের লেখক ও গবেষক আহমদ সিরাজ বলেন, এ সুযোগে অনেকেই টিকা না দিয়ে সনদ গ্রহন করে নিবে। অনেকেই সিনোফার্মার টিকা দিয়ে অস্ট্রোজেনিকার সনদ গ্রহন করে নিচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তর এ দিকে সু-দৃষ্টি দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করতে হবে।
কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এম মাহবুবুল আলম ভূঁইয়া এসব অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, এক্ষেত্রে তাদেও কোন হাত নেই। স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য সু-রক্ষা বিডি থেকে ক্ষুতে বার্তা আসছে। তিনি আরও বলেন, এতে বিভ্রান্ত হওয়ার বা ভয়ের কিছু নেই। অনলাইনে তা সংশোধন করা যায়।
মন্তব্য করুন