সিলেট প্রতিনিধিঃ স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে সিলেট লেখক ফোরাম এর ৫ দিনের কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা সামগ্রী বিতরণ ও অতিথিদের জীবনের সফলতার গল্প পরিবেশন বিষয়ক আলোচনা সভা সম্পন্ন হয়েছে। ফোরাম সভাপতি নাজমুল ইসলাম মকবুলের সভাপতিত্বে ২রা অক্টোবর শনিবার বিশ্বনাথের অলংকারী পৌদনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় চক্ষু বিজ্ঞান হসপিটাল ঢাকার সহকারী অধ্যাপক মরমি কবি ডা. মোঃ জহিরুল ইসলাম অচিনপুরী।
ফোরামের ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মো. ফখর উদ্দিন এবং অলংকারী ডেভোলাপমেন্ট সোসাইটির প্রচার সম্পাদক মোঃ মনোয়ার হোসেনের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠান উদ্বোধন করেন প্রাইম ব্যাংক বিয়ানীবাজার শাখার ব্যবস্থাপক তাজ উদ্দিন আহমদß…প্রধান আলোচকের বক্তব্য রাখেন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা: মোঃ শামছুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসমত আরা চৌধুরী। শুভেচ্ছা বক্তব্য রাখেন অলংকারী ডেভোলাপমেন্ট সোসাইটির সভাপতি মোঃ রাসেল মিয়া।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অলংকারী জামে মসজিদের ইমাম মাওলানা সাইফুল ইসলাম, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মোঃ আব্দুল কাইয়ূম, মোঃ ধন মিয়া, হানিফা বেগম, নুরজাহান খানম, সমাজসেবী ও শিক্ষানুরাগী মোঃ মাহবুবুল আলম সমুজ, মোঃ আমির আহমদ, সুলতান সরকার, মোঃ আজমান আলী, ফয়জুর রহমান, মোঃ মখলিছ মিয়া, অলংকারী ডেভোলাপমেন্ট সোসাইটির সহ সভাপতি মোঃ রাকিব আলী, খলিলুর রহমান, সাধারন সম্পাদক মোঃ জাকির হোসেন ইমন, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ জাহেদ মিয়া, সহ প্রচার সম্পাদক মোঃ হুসেইন উদ্দিন, সদস্য মোঃ সিহাব উদ্দিন প্রমুখ।
আলোচনা সভা শেষে ফোরামের পক্ষ থেকে অলংকারী পৌদনাপুর হাফিজিয়া দাখিল মাদরাসা, সফাত উল্লাহ উচ্চ বিদ্যালয় ও অলংকারী পৌদনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেধাবী ছাত্র ছাত্রীদের বিশেষ পুরস্কার ও বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের শিক্ষা সামগ্রী উপহার দেন অতিথিবৃন্দ। শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মোঃ ধন মিয়া। এরপর ফোরামের পক্ষ থেকে অতিথিদের নিয়ে বিদ্যালয় মাঠে বৃক্ষরোপণ করা হয়। শেষে মুসলিম উম্মাহ ও দেশ বিদেশে অবস্থানরত সকলের জন্য বিশেষ মুনাজাত করা হয়।
মন্তব্য করুন