খাদেমুল ইসলাম তেতুলিয়া প্রতিনিধি:
পঞ্চগড় তেতুলিয়ায় উপজেলার আসন্ন ইউপির ভোট গ্রহন নিয়ে কর্মকর্তাগনের প্রশিক্ষন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার ৭ নভেম্বর সকাল ১০ টায় মিলানায়তন পরিষদ সভা কক্ষে জেলা নির্বাচন কমিশনের কার্য্যালয় ও নির্বাচন প্রশিক্ষণ ইনষ্টিউট এর সহযোগীতায়
এ সভার আয়োজন করা হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার সোহাগ চন্দ্র সাহার সভাপতিত্বে প্রধান অতিথি পঞ্চগড়ের ডিসি মো,জহিরুল ইসলাম,বিশেষ অতিথি পুলিশ সুপার মো,ইউসুব আলী,জেলা নির্বাচন অফিসার আলমঙ্গীর হোসেনউপজেলা চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান (ডাব্লু) ভাইস চেয়ারম্যান মো,ইউসুব আলী,মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়া মডেল থানা ওসি আবু সাইয়িম মিঞা,কৃষিঅফিসার মো,জাহাঙ্গীর আলম,উপজেলা নির্বাচন কর্মকর্তা মো,আলী হোসেন প্রমুখ।
সভায় উপজেলার কর্তব্যরত স্কুল কলেজের সরকারী দপ্ততরের কর্মকর্তা বৃন্দ শিক্ষক ০৭টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন