কুলাউড়া ডিগ্রি কলেজে অ্যালামনাই এসোসিয়েশন রেজিষ্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : নভেম্বর ২৮, ২০২৫, ১২:২৮ পূর্বাহ্ন /
কুলাউড়া ডিগ্রি কলেজে অ্যালামনাই এসোসিয়েশন রেজিষ্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন

আব্দুল কুদ্দুস:

কুলাউড়া সরকারি ডিগ্রি কলেজে অ্যালামনাই এসোসিয়েশন ওয়েবসাইট ও রেজিষ্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গতকাল সকালে কলেজ অডিটোরিয়ামে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যক্ষ ও অ্যালামনাই এসোসিয়েশনের আহবায়ক প্রফেসর ড. আলাউদ্দিন আহমদ খানের সভাপতিত্বে ও সদস্য সচিব প্রাক্তন ছাত্র সুফিয়ান আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- প্রাক্তন অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য সজল, প্রাক্তন ছাত্র শওকতুল ইসলাম শকু, বদরুজ্জামান সজল, রেদওয়ান খান, আব্দুল জলিল জামাল, একেএম শাহজালাল, জিএস রওশন প্রমুখ। পরে রেজিষ্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন করা হয়।

কলেজ সূত্রে জানা গেছে, অ্যালামনাই এসোসিয়েশন গঠনের লক্ষ্যে গত ২৫ সেপ্টেম্বর কলেজ অডিটোরিয়ামে প্রথম সভা অনুষ্ঠিত হয়। এরপর কয়েক দফা বৈঠকে আলোচনার মাধ্যমে ২০২৬ সালের ১০ জানুয়ারি কলেজের প্রাক্তণ শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠানের তারিখ নির্ধারণ করা হয়। নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে প্রাক্তন শিক্ষার্থীদের রেজিষ্ট্রেশন কার্যক্রম দ্রুত এগিয়ে চলছে। আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত রেজিষ্ট্রেশন কার্যক্রম চলবে। কলেজের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা নিম্নে উল্লেখিত লিংকে https://kgc2025.com রেজিষ্ট্রেশন করতে পারবেন।

সূত্র আরও জানায়, অ্যালামনাই এসোসিয়েশনের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে একটি শক্তিশালী, আন্তরিক এবং সারা জীবনের যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা। প্রতি বছর আনন্দঘন পুনর্মিলনী ও গেট-টুগেদার আয়োজনের মাধ্যমে স্মৃতিচারণ এবং বন্ধনকে দৃঢ় করা। কলেজের শিক্ষার মান উন্নয়ন এবং ভৌত অবকাঠামোগত উন্নয়নে কলেজ কর্তৃপক্ষকে সহযোগিতা করা। অসচ্ছল ও মেধাবী বর্তমান শিক্ষার্থীদের জন্য শিক্ষা বৃত্তি, আর্থিক সহায়তা এবং ক্যারিয়ার গঠনে মেন্টরশিপের ব্যবস্থা করা এবং বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ করা।