
বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধিঃ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত ৩১ দফা ও ১৮০ দিনের কর্মসূচি সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার অংশ হিসেবে এবং আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে মৌলভীবাজার-১ (বড়লেখা–জুড়ী) আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী নাসির উদ্দিন আহমেদ মিঠুর নেতৃত্বে শনিবার ( ১৪নভেম্বর ) সন্ধ্যায় বড়লেখা উপজেলার তালিমপুর ইউনিয়নের বাংলা বাজার এলাকায় লিফলেট বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এ কর্মসূচির লক্ষ্য ছিল জুড়ি-বড়লেখা অঞ্চলের উন্নয়ন, ঐক্য ও সম্প্রীতির ভবিষ্যৎ রূপরেখা জনগণের সামনে তুলে ধরা এবং বিশেষভাবে এলাকার হিন্দু সম্প্রদায়ের মধ্যেও বিএনপির বার্তা পৌঁছে দেওয়া।
মতবিনিময় সভায়, পূজা উদযাপন ফ্রন্টের বড়লেখা উপজেলা সাধারণ সম্পাদক বিধান চন্দ্র সাদের সঞ্চালনায় এবং দাসের বাজার উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক অনুকুল চন্দ্র দাস এর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত নাসির উদ্দিন আহমেদ মিঠু, বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, মৌলভীবাজার-১।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আব্দুল হাফিজ, সভাপতি বড়লেখা উপজেলা বিএনপি,মুজিবুর রহমান কসরু, সাধারণ সম্পাদক বড়লেখা উপজেলা বিএনপি,নসিব আলী, সিনিয়র সহ-সভাপতি,বড়লেখা উপজেলা বিএনপি, জয়নাল আবেদীন, সাবেক আহ্বায়ক বড়লেখা উপজেলা বিএনপি, অধ্যাপক আব্দুস শহীদ খান, সাংগঠনিক সম্পাদক বড়লেখা উপজেলা বিএনপি,আনোয়ারুল ইসলাম, সভাপতি বড়লেখা প্রেস ক্লাব, আব্দুল হাফিজ ললন, সাধারণ সম্পাদক বড়লেখা পৌর বিএনপি,আনোয়ার হোসেন, সভাপতি তালিমপুর ইউনিয়ন বিএনপি।
বক্তব্যে নাসির উদ্দিন আহমেদ মিঠু বলেন আগামীর বাংলাদেশ হবে সম্প্রীতির দেশ। বিএনপির হাতে সংখ্যালঘুরা থাকবে নিরাপদ। বড়লেখা–জুড়ীকে উন্নয়ন, ঐক্য ও শান্তির মডেল এলাকায় রূপান্তর করতে চাই। আগামী দিনে সবাই হাতে হাত রেখে কাজ করবো। ধানের শীষকে বিজয়ী করলে এলাকার উন্নয়নে বড় পরিবর্তন আসবে।”
তিনি আরও বলেন, আগামী দিনে বিএনপির ৩১ দফা ও ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে মানুষের জীবনযাত্রা, অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তায় দৃশ্যমান পরিবর্তন আনা সম্ভব হবে।
অনুষ্ঠানে বক্তারা তালিমপুর ও বাংলা বাজার এলাকার সার্বিক সমস্যা, অবহেলিত সড়ক, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় স্থাপনা ও বাজার উন্নয়নের বিষয়ে প্রার্থীকে বিভিন্ন দাবি ও মতামত তুলে ধরেন। তারা বলেন, দীর্ঘদিন ধরে উপেক্ষিত এই অঞ্চলের উন্নয়ন এখন সময়ের দাবি, আর এটি বাস্তবায়নে প্রয়োজন ঐক্যবদ্ধ নেতৃত্ব।
মতবিনিময় সভায় ৭নং তালিমপুর ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। লিফলেট বিতরণ শেষে স্থানীয় জনগণের সাথে ব্যক্তিগত আলাপ করেন প্রার্থী নাসির উদ্দীন আহমদ মিঠু ও দলীয় নেতারা।
আপনার মতামত লিখুন :