কুলাউড়া প্রতিনিধি
সিলেটের রেল সংস্কারসহ ৮ দফা দাবি দ্রুত বাস্তবায়নে টানা ৪ ঘন্টা অনশন করেছেন কুলাউড়ার এক জুলাই যোদ্ধা। তার নাম শেখ বদরুল ইসলাম রানা। তিনি কুলাউড়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাদে মনুসর গ্রামের শেখ শহীদুল ইসলামের ছেলে। রানা কুলাউড়া সরকারি ডিগ্রি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র।
সোমবার (১৩ অক্টোবর) সকাল ১০টায় কুলাউড়া জংশন স্টেশনের প্ল্যাটফর্মে তিনি অনশন শুরু করেন। পরে অনশনরত ওই জুলাই যোদ্ধার সাথে একাত্মতা পোষন করেন ৮ দফা দাবি বাস্তবায়ন আন্দোলন কুলাউড়ার নেতৃবৃন্দ, সাংবাদিক সংগঠন ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
দুপুর ২টার দিকে খবর পেয়ে কুলাউড়া জংশন স্টেশনে যান মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন। তিনি অনশনকারী জুলাই যোদ্ধার দাবির বিষয়গুলো শোনার পাশাপাশি আন্দোলনরত অন্যদের সঙ্গেও কথা বলেন। জেলা প্রশাসক দাবির বিষয়গুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে ক্রমান্বয়ে তা সমাধানের আশ্বাস দিয়ে অনশন তুলে নেওয়ার আহ্বান জানান। পরে রানাকে জুস ও পানি পান করিয়ে অনশন ভাঙান জেলা প্রশাসক।
এসময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিউদ্দিন, কুলাউড়া থানার ওসি মো. ওমর ফারুক, ৮ দফা দাবি বাস্তবায়ন আন্দোলনের সমন্বয়ক আজিজুল ইসলাম, আতিকুর রহমান আখই, মো. খালেদ পারভেজ বখ্শ, আলমাছ পারভেজ তালুকদার ও আব্দুল কাইয়ুম মিন্টু প্রমুখ।
জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন বলেন, সিলেটের ট্রেন যাত্রীদের এই ৮টি দাবীই যৌক্তিক। পর্যটন শিল্পের বিকাশে রেলপথ ও সড়কপথ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সিলেট অঞ্চলে। সিলেটের রেলপথ ও সড়কপথের উন্নয়নের জন্য মৌলভীবাজার জেলা প্রশাসনের পক্ষ থেকে সরকারের উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে দ্রুত প্রস্তাবনা পাঠানো হবে। তিনি আরো বলেন, জুলাই যোদ্ধা রানা যে ৮টি দাবি জানিয়েছেন, এই দাবিগুলো শুধু তার একার নয়, এটা সমগ্র সিলেটবাসীর দাবি।
আপনার মতামত লিখুন :