পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ
পঞ্চগড়ে তেতুলিয়া ‘চলো সবাই শপথ করি, পরিচ্ছন্ন দেশ গড়ি’ এবং ‘আমাদের অঙ্গীকার, নগর রাখবো পরিষ্কার’-এ দুই স্লোগানকে সামনে রেখে বসুন্ধরা শুভসংঘ তেতুলিয়া উপজেলা শাখা পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে।
সোমবার (১৩ অক্টোবর ) সকালে পঞ্চগড় তেতুলিয়া স্থানীয় তেতুলিয়া চৌরাস্তায় বাজার এলাকায় বসুন্ধরা শুভসংঘের বন্ধুরা পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেন এবং বাজারের ব্যবসায়ী পথচারীদের মাঝে পরিচ্ছন্নতা ও স্বাস্থ্য সচেতনতার বার্তা পৌঁছে দেন। এতে উপস্থিত ছিলেন তেতুলিয়া উপজেলা বসুন্ধরা শুভসংঘের সভাপতি মোঃ হুমায়ুন কবির
ও তেতুলিয়া বসুন্ধরা শুভ সংঘ কমিটির সাধারণ সম্পাদক ফেরদৌস আলম লিটনের দিকনির্দেশনায় ও উপজেলা শাখার নেতৃত্বে কর্মসূচিতে অংশ নেন তেতুলিয়া বসুন্ধরা শুভ সংঘের সদস্য আতিকুজ্জামান শাকিল, তেতুলিয়ার জাতীয় পুরস্কৃত পরিবেশ বিদ মাহমুদুল হক তেতুলিয়া উপজেলা সাবেক ছাত্র দলের সভাপতি ও চৌরাস্তা বাজার ব্যবসাহী শুভ সংঘের সদস্য খন্দকার আবু সালে ইমরানসহ প্রমুখ বক্তব্য রাখেন। পরিচ্ছন্ন দেশ গড়তে হলে প্রত্যেক নাগরিককে এগিয়ে আসতে হবে।
বসুন্ধরা শুভসংঘ তেতুলিয়া
উপজেলা শাখার বন্ধুরা জানিয়েছেন তারা ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখবেন। পরে বসুন্ধরা শুভ সংঘ গুরুত্বপূর্ণ স্থান গুলো তে ডাস্টবিন স্থাপন করেছেন।
আপনার মতামত লিখুন :