পঞ্চগড় জেলা প্রতিনিধি খাদেমুল ইসলাম
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার সীমান্ত এলাকায় অবৈধভাবে ড্রিল ড্রেজার মেশিন দিয়ে পাথর উত্তোলন করে পরিবেশের ক্ষতি করায় ৪ টি অবৈধ ড্রেজার মেশিন জব্দ করেছে যৌথ বাহিনীর সদস্যরা।
বুধবার (১৯ আগস্ট ) রাতে দেবনগড় এলাকা থেকে জব্দ করে যৌথ বাহিনী। পরে আইনি প্রক্রিয়া শেষে তেঁতুলিয়া মডেল থানায় মেশিন গুলো হস্তান্তর করা হয়।
বুধবার (১৯ আগস্ট) জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট
তানভীর আহমেদ অবৈধ ড্রিল ড্রেজার মেশিন জব্দের বিষয়টি নিশ্চিত করেন।
জানা যায়, ওই এলাকায় দীর্ঘদিন ধরে গোপনে রাতের আঁধারে ড্রেজার মেশিন দিয়ে পাথর উত্তোলন করে আসছিল একটি মহল। এতে করে পরিবেশের ক্ষতি ও পাশে থাকা ফসলি জমি, চায়ের বাগানসহ গাছপালা ভেঙে পড়ছিল। স্থানীয়দের সহায়তায় যৌথ বাহিনী খবর পেয়ে মাটি ও বালু চাপা দেয়া অবস্থায় মেশিনগুলো উদ্ধার করে।
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মুসা মিয়া বলেন, যৌথ বাহিনী মেশিনগুলো উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে থানায় হস্তান্তর করে। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
আপনার মতামত লিখুন :