তেঁতুলিয়ায় ১৭জন প্রতিবন্ধীর মাঝে হুইলচেয়ার বিতরণ


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : জুলাই ১৬, ২০২৫, ১১:৩৯ অপরাহ্ন /
তেঁতুলিয়ায় ১৭জন প্রতিবন্ধীর মাঝে হুইলচেয়ার বিতরণ

পঞ্চগড় প্রতিনিধি:

  • পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ১৭ জন প্রতিবন্ধীর মধ্যে
    হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। গত মঙ্গল বার ১৫ জুলাই সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে এ হুইল চেয়ার বিতরণ করা হয়।

তেতুলিয়া উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা এই ১৭ জনের মধ্যে রয়েছেন শিশু, নারী, পুরুষ, বৃদ্ধ ও বৃদ্ধা। কেউ জন্ম থেকেই চলতে অক্ষম, কেউ আবার সড়ক দূর্ঘটনায় হারিয়েছেন চলার ক্ষমতা। কারো হাটুর নিচ থেকে নেই পা, কেউ পক্ষাঘাতে জর্জরিত। তাদের অনেকেই স্বপ্ন দেখতেন একদিন হুইল চেয়ারে বসে স্বাধীনভাবে চলাফেরা করবেন, কিন্তু দারিদ্রতার কারণে তা করতে পারেন না।

শনিবার তাদের আশা পূরণ করে পাশে দাড়ালো তেঁতুলিয়া উপজেলা প্রশাসন৷

জানা যায়, ২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় তেঁতুলিয়া উপজেলা পরিষদের অনুকূলে প্রাপ্ত উপজেলা উন্নয়ন সহায়তার সাধারণ বরাদ্দ হতে গৃহীত প্রকল্পের মাধ্যমে এই মানবিক উপহারটি পেয়ে উচ্ছ্বসিত তারা।

স্থানীয় সূত্রে জানা যায়, উপকারভোগীরা সবাই গরীব, অসহায় ও আর্থিকভাবে অক্ষম। কেউ কেউ দীর্ঘদিন ধরে অন্যের কাছে সহায়তা চেয়ে ব্যর্থ হয়েছেন। ফলে উপজেলা পরিষদের অর্থায়নের গৃহীত এই প্রকল্প হতে উপজেলা প্রশানের পক্ষ থেকে এই উপহার তাদের জীবনে চলার পথে আশার নতুন দ্বার খুলে দিয়েছে।

উপহার পাওয়া একজন পক্ষাঘাতগ্রস্থ আব্দুর রহমান বলেন, জীবনে প্রথমবার নিজের একটি হুইলচেয়ার পেলাম। আগে কারো সাহায্য ছাড়া কোথাও যেতে পারতাম না। এখন নিজের মতো চলতে পারব।”

একই কথা বলেন শাহাজাহান আলী নামে আরেক ব্যক্তি তিনি বলেন, অনেকদিন ধরেই চেষ্টা করছিলাম, কিন্তু সামর্থ্য ছিল না। উপজেলা পরিষদের এই সহায়তা আমার জীবনে নতুন আলো এনেছে।”

এ বিষয়ে তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা পরিষদের প্রশাসক আফরোজ শাহীন খসরু বলেন, এই সহায়তা শুধু একটি হুইলচেয়ার নয়, এটি চলার শক্তি, এটি মর্যাদার প্রতীক। আমাদের চেষ্টা থাকবে যাতে আরও বেশি সংখ্যক অসহায় প্রতিবন্ধীর পাশে দাঁড়ানো যায়।”

মানবিক এ উদ্যোগ শুধু একটি সামগ্রী বিতরণ নয়, এটি সমাজের প্রান্তিক মানুষের প্রতি রাষ্ট্রের দায়িত্ব পালনের এক উজ্জ্বল উদাহরণ।