কমলগঞ্জে ড. শশী ভূষণ মালী স্মৃতিস্তম্ভ উদ্বোধন


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : জুলাই ১১, ২০২৫, ৮:০১ অপরাহ্ন /
কমলগঞ্জে ড. শশী ভূষণ মালী স্মৃতিস্তম্ভ উদ্বোধন

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজার ইউনিয়নের সরিষকান্দি গ্রামে ব্রিটিশ ভারতে সিলেট জেলার প্রথম ডিএসসি ড. শশী ভূষণ মালী এর স্মৃতি রক্ষার্থে নির্মিত স্মৃতিস্তম্ভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকাল ৫টায় এই স্মৃতিস্তম্ভেও নামফলক আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়।

এর আগে সিদ্ধেশ্বরপুর গ্রামে ড. শশী ভূষণ মালী এর পৈত্রিক নিবাসে কমলগঞ্জ উপজেলা মালাকার সমাজ উন্নয়ন সমিতির আয়োজনে এক সভা অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি শুভ্রাংশু নারায়ণ মল্লিকের সভাপতিত্বে ও শিক্ষক দেবাশীষ মল্লিকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রবীন শিক্ষাবিদ নিহারেন্দু ভট্টাচার্য্য। বিশেষ অতিথি ছিলেন লেখক-গবেষক আহমদ সিরাজ, বীর মুক্তিযোদ্ধা জগদীশ মালাকার, বীর মুক্তিযোদ্ধা সুদাস রাম মালাকার, সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মালাকার সমাজ উন্নয়ন সমিতির সাধারণ সম্পাদক গোবিন্দ রাম মালাকার, অজিত মালাকার, সুরন্ত মালাকার, চরিত্র মোহন মালাকার প্রমুখ।

সভায় বক্তারা ড. শশী ভূষণ মালীর বর্ণাঢ্য কর্মজীবনের বিভিন্ন দিক আলোকপাত করে বলেন, কোন মহৎ অর্জন একার থাকে না। তাঁর অর্জন দেশ-সমাজের। তিনি যত বেশি মূল্যায়িত হবেন, সমাজ তত বেশি উপকৃত হবে। তিনি সিলেট এমসি কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয় ও ভারতের আসাম গৌহাটি কটন কলেজে অধ্যাপনা করেন। তিনি ”ড. মালী অব আসাম” উপাধিতে ভূষিত হন। বক্তারা ড. শশী ভূষণ মালীর স্মৃতি রক্ষার্থে একটি শিক্ষাবৃত্তি চালু, স্মরণিকা প্রকাশসহ বিভিন্ন উদ্যোগ গ্রহণের দাবী জানান।