স্টাফ রিপোর্ট
১১ বছর বয়সী জায়নাব চৌধুরীর, কেইলি প্রাইমারি স্কুলের ছাত্রী, তাঁর প্রথম বই “My Journey Through Cayley Primary” স্কুলের সামার ফেয়ারে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটসের ডেপুটি মেয়র, স্থানীয় নেতৃবৃন্দ, কাউন্সিলর, গভর্নর, শিক্ষক এবং অভিভাবকবৃন্দ। এই কৃতিত্বের মাধ্যমে জায়নাব টাওয়ার হ্যামলেটসের সর্বকনিষ্ঠ লেখক এবং সিলেটের সর্বকনিষ্ঠ ব্রিটিশ-বাংলাদেশি লেখিকা হিসেবে আত্মপ্রকাশ করেন যা তাঁর পরিবার, বিদ্যালয় এবং কমিউনিটির জন্য গর্বের বিষয়।
জায়নাব হলেন কমলগঞ্জের হাসান কাওসার চৌধুরী (সভাপতি, দ্য ক্যারার সেন্টার লন্ডন) এর কন্যা এবং কমলগঞ্জে বালিকা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা রুনা বেগম এর নাতনি। তাঁর বইটিতে রয়েছে বিদ্যালয় জীবনের স্মৃতি, অনুপ্রেরণা ও সৃজনশীলতার গল্প। এই বইয়ের পুরো আয় কেলি স্কুলের শিক্ষামূলক প্রকল্পে দান করা হবে। বইটি এখন লন্ডনের বিভিন্ন স্কুল ও গ্রন্থাগারে পাওয়া যাচ্ছে।
আপনার মতামত লিখুন :