পঞ্চগড়, খাদেমুল ইসলাম
পঞ্চগড় তেঁতুলিয়া উপজেলার ভজনপুর বামনপাড়া আখ সেন্টার সংলগ্ন এশিয়ান হাইওয়ে রাস্তার উপর বসির উদ্দিন (৬৫) নামে মটরসাইকেল আরোহীর মৃতু হয়েছে।
সেসময়ে আহত হয়েছে মোঃ জামাল উদ্দিন (৪৫),তিনি দেবনগর খাটিয়াগছ গ্রামের পিতা-মৃত ইউসুফ আলী ছেলে।
গত শুক্রবার (২৫ এপ্রিল ) রাত ৯ টায় উপজেলার ভজনপুর বামনপাড়া আখ সেন্টার সংলগ্ন এশিয়ান হাইওয়ে মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটে। মৃত বসির উদ্দিন তেতুলিয়া উপজেলার দেবনগর ইউনিয়নের সাং-দাফাদার পাড়া, গ্রামের পিতা মৃত রমিজ উদ্দীন ছেলে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানিছেন, তিনি বাড়ি ফিরছিলেন পথে বাংলাবান্ধা-পঞ্চগড় জাতীয় মহাসড়কের ভজনপুর এলাকায় পৌঁছাতে বিপরীত পঞ্চগড়গামী একটি ট্রাক কাটতে গিয়ে ধাক্কা লেগে সড়কে ছিটকে পড়ে।
হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করেন পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এব্যাপারে শনিবার ২৬ এপ্রিল বিকালে তেঁতুলিয়ার ভজনপুর হাইওয়ে ফাঁড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলেমান আলী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
আপনার মতামত লিখুন :