কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার রাউৎগাঁও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বৈষম্যবিরােধী ছাত্র আন্দোলনের মামলায় গ্রেপ্তার হওয়ার প্রায় দেড় মাস অতিবাহিত হলেও ভারপ্রাপ্ত চেয়ারম্যান কিংবা প্রশাসক নিয়ােগ দেয়া হচ্ছেনা। প্যানেল চেয়ারম্যান নিয়ে মেম্বারদের মধ্যে সৃষ্টি হয়েছে মতানৈক্য। ফলে সেবা গ্রহিতারা পড়েছেন বিপাকে।
এদিকে প্যানেল চেয়ারম্যান নিয়েও ইউনিয়নের মেম্বারদের মধ্যে আগে থেকেই চলছে বিরােধ। বিষয়টি নিয়ে ইউনিয়নের ৭ জন মেম্বার প্যানেল চেয়ারম্যান নির্বাচন বাতিলের দাবি জানিয়ে ২০২৪ সালের ২৯ সেপ্টেম্বর কুলাউড়ার ইউএনও বরাবর লিখিত অভিযােগ করেন। সেই জটিলতা নিরসনের আগেই চেয়ারম্যান গ্রেপ্তার হওয়ায় পুরনাে জটিলতা নতুন করে রুপ পায়। গত ২৩ এপ্রিল ইউনিয়নের ৫ জন মেম্বার মৌলভীবাজারের জেলা প্রশাসকের কাছে আরেকটি আবেদন করেন। সেই আবেদনে মেম্বারগণ পুনরায় প্যানেল চেয়ারম্যান নির্বাচিত করে অথবা একজন প্রশাসক নিয়ােগ করে হলেও নাগরিকদের সেবা অব্যাহত রাখার দাবি জানান।
কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার মাে: মহিউদ্দিন জানান, প্যানেল চেয়ারম্যান নিয় জটিলতার কারণে ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেয়া যাচ্ছে না। মেম্বারদের আবেদনের কপি জেলা প্রশাসক মহােদয়ের কাছে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, গত ৭ মার্চ রাউৎগাঁও ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আকবর আলী সােহাগ বৈষম্যবিরােধী ছাত্র আন্দােলনের দায়ের করা মামলায় আসামী হওয়ায় পুলিশ তাকে গ্রেপ্তার করে।
আপনার মতামত লিখুন :