সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী নিহত


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : এপ্রিল ২৪, ২০২৫, ৮:৪৪ অপরাহ্ন /
সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী নিহত

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি

কুলাউড়ার ব্রাহ্মণবাজার-ফেঞ্চুগঞ্জ সড়কে পিকআপের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক এসএসসি পরীক্ষার্থীর মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহত ওই পরীক্ষার্থীর নাম জাহিদ আহমদ। সে বরমচাল ইউনিয়নের সিংগুর গ্রামের রুহুল আমিনের ছেলে। জাহিদ এবছর সিংগুর উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিচ্ছিল।

জানা গেছে, বৃহস্পতিবার (২৪ এপ্রিল) কৃষি শিক্ষা বিষয়ের পরীক্ষা দেওয়ার জন্য সে সকাল ৯টার দিকে জালালাবাদ উচ্চ বিদ্যালয় কেন্দ্রের উদ্দেশ্যে পরীক্ষা দিতে মোটরবাইক যোগে বের হয়। বাড়ি থেকে এসএসসি পরীক্ষা দেওয়ার জন্য বের হয়ে কেন্দ্রে পৌঁছতে পারেনি জাহিদ। বাড়ির পাশেই ব্রাহ্মণবাজার-ফেঞ্চুগঞ্জ সড়কের সিংগুর কাজী বাড়ীর সামনে বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির একটি পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয়রা তাৎক্ষনিক তাকে উদ্ধার করে সিলেট ইবনে সিনা হাসপাতালে ভর্তি করেন। বিকেল ৩টায় সেখানে সে মারা যায়। এদিকে ঘাতক পিকআপটি স্থানীয়রা আটক করে পুলিশের হেফাজতে দিয়েছেন।