নুরুজ্জামান ফারুকী হবিগঞ্জ থেকে
হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) ৪ পৃথক অভিযান চালিয়ে দেড় কোটি টাকা মুল্যের ভারতীয় বিভিন্ন প্রকার পণ্য সামগ্রী, ঔষধ, মদ ও মশার কয়েল এবং ১টি ট্রাক আটক করেছে।
বিজিবি সূত্রে জানা যায়, বুধবার ( ২৩ এপ্রিল) হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) সদস্যরা সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় অভিযান চালায়। এ সময় সিলেট থেকে ছেড়ে আসা একটি বালু ভর্তি ট্রাককে থামার জন্য সিগন্যাল দিলে চালক ট্রাক রেখে পালিয়ে যায়। পরে ট্রাকটিতে তল্লাশী চালিয়ে বালুর নিচে অভিনব কায়দার রাখা বিপুল পরিমান ভারতীয় বিভিন্ন প্রকার কসমেটিকস্, জিলেট ব্লেড, চশমাসহ ট্রাকটি আটক করা হয়।
এছাড়া ৫৫ বিজিবি’র গুটিবাড়ী, বাল্লা এবং মনতলা বিওপি’র দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় পৃথক ৩টি অভিযান পরিচালনা করে ২৪ বোতল ভারতীয় মদ, বিপুল পরিমাণ বিটেক্স গোল্ড ভিটামিন এবং বাংলাদেশী মশার কয়েল আটক করতে সক্ষম হয়। ট্রাকসহ আটককৃত মালামালের মূল্য ১ কোটি ৩১ লাখ ৮৮ হাজার ২০ টাকা মূল্য।
এ বিষয়ে ৫৫ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ তানজিলুর রহমান বলেন, বিজিবি সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান ও মাদকের বিরুদ্ধে সবসময় কঠোর অবস্থান গ্রহণ করে।
আপনার মতামত লিখুন :