কমলগঞ্জে গাছ কাটতে গিয়ে দিনমজুরের মৃত্যু


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : এপ্রিল ১৯, ২০২৫, ১১:৩৮ অপরাহ্ন /
কমলগঞ্জে গাছ কাটতে গিয়ে দিনমজুরের মৃত্যু

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:

মৌলভীবাজারের কমলগঞ্জে গাছ কাটার সময় উপর থেকে নিচে পড়ে এক দিনমজুর শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (১৯ এপ্রিল) দুপুরে উপজেলার রহিমপুর ইউনিয়নের দেবীপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ওই দিনমজুরের নাম মোতালেব মিয়া (৪০) তিনি উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের বিক্রমকলস গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত শ্রমিক মোতালেব মিয়া রহিমপুর ইউনিয়নের পাকিজ মিয়ার বাড়িতে কাজ করছিলেন। দুপুরে বাড়িতে গাছ কাটার সময় অসাবধানতা বসতে গাছের মগ ডাল থেকে মাটিতে পড়ে যান তিনি। পরে স্থানীয়রা তাকে মুমুর্ষু অবস্থায় উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরবর্তীতে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মুন্সীবাজার ইউনিয়ন পরিষদের স্থানীয় ইউপি সদস্য সোহেল মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মোতালেব মিয়া দিনমজুরী কাজ করে জীবিকানির্বাহ করতেন। কাজ করার সময় গাছ থেকে পড়ে তাঁর মৃত্যু হয়।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন জানান, খবর শুনে আমরা পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে।