নুরুজ্জামান ফারুকী হবিগঞ্জ থেকে
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় বিরল প্রজাতির একটি ঈগল পাখি আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। বুধবার (১৬ এপ্রিল) দুপুরে উপজেলার জগদীশপুর ইউনিয়নের বেজুড়া গ্রাম থেকে পাখিটিকে উদ্ধার করেন স্থানীয় এক সাংবাদিক।
জানা যায়, স্থানীয় সাংবাদিক সুব্রত দেব কৃষি জমির পাশে একটি ঈগল পাখিকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে এগিয়ে যান। পাখিটির ডান ডানা ভেঙে যাওয়ায় তা উড়তে পারছিল না। পরে তিনি মাধবপুর পাখি প্রেমিক সোসাইটির সভাপতি মুজাহিদ মসিকে খবর দিলে তার সহযোগিতায় জগদীশপুর ফরেস্ট স্টেশনের কর্মকর্তা গোলাম কাদিরের তত্ত্বাবধানে ঈগলটি উদ্ধার করা হয়।
এ ব্যাপারে হবিগঞ্জ বিভাগীয় বন কর্মকর্তা কার্যালয়ের জীববৈচিত্র্য কর্মকর্তা সাবরিনা শিমু জানান, পাখিটি বিরল প্রজাতির একটি ঈগল। প্রাথমিক চিকিৎসা শেষে সুস্থ করে আবার প্রকৃতিতে অবমুক্ত করা হবে। তিনি বলেন, বন্যপ্রাণী রক্ষা করা আমাদের সবার নৈতিক দায়িত্ব।
আপনার মতামত লিখুন :