গরম সইতে না পেরে বন ছেড়ে ১৫ ফুট লম্বা অজগর লোকালয়ে: ১১ দিন চিকিৎসার পর লাউয়াছড়ায় অবমুক্ত


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : এপ্রিল ১১, ২০২৫, ১০:০১ অপরাহ্ন /
গরম সইতে না পেরে বন ছেড়ে ১৫ ফুট লম্বা অজগর লোকালয়ে: ১১ দিন চিকিৎসার পর লাউয়াছড়ায় অবমুক্ত

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:

মৌলভীবাজারের কমলগঞ্জে সাড়ে ১৫ ফুট লম্বা ও ২০ কেজি ওজনের একটি অজগর সাপ ১১ দিন চিকিৎসার পর লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়। গরমে অতিষ্ঠ হয়ে অজগর সাপটি বন থেকে বের হয়ে শ্রীমঙ্গল উপজেলার জাগছড়া চা বাগানে চলে যায়। পরে খবর পেয়ে সাপটি উদ্ধার করে বন বিভাগ। উদ্ধার করা অজগর সাপট রেসকিউ সেন্টারে ১১ দিন পর্যবেক্ষণে রাখার পর গত বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরে এটি অবমুক্ত করা হয়।

স্থানীয়রা জানায়, জাগছড়া চা বাগানের একটি সেকশনের পাশে সাড়ে ১৫ ফুট লম্বা অজগর সাপটি হঠাৎ দেখা যায়। পরে লাউয়াছড়া বন্যপ্রাণী বিভাগকে খবর দিলে অজগরটি উদ্ধার করে নিজেদের হেফাজতে নিয়ে যায়। ১১দিন সাপটিকে নিবিড় পর্যবেক্ষণে রেখে সুস্থ করে তোলা হয়।
বন বিভাগ সূত্রে জানা যায়, গত ৩০ মার্চ জাগছড়া চা বাগানের সেকশনের পাশে একটি অজগর সাপ থাকার কথা জানান স্থানীয়রা। পরে বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের টিম ও ক্রিয়েটিভ কনজারভেশন এলায়েন্স ফিল্ড এসিস্ট্যান্ট চঞ্চল গোয়ালা গিয়ে সাপটি লাউয়াছড়া রেসকিউ সেন্টারে নিয়ে আসেন। মানুষ দেখে সাপ ভয় পেয়েছিল এবং তার শরীরের কিছু আঘাত ছিল। ১১ দিন লেগেছে সাপটিকে সুস্থ করতে। সাপটি সুস্থ হওয়ায় লাউয়াছড়া বনেই অবমুক্ত করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গলস্থ বন্য প্রাণী প্রকৃতি ও সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. কাজী নাজমুল হক, জুনিয়র ওয়াইল্ড লাইফ স্কাউট তাজুল ইসলাম, সুব্রত সরকার, ইকো গাইড অজানা আহমদ কামরানসহ বন বিভাগের লোকজন।

লাউয়াছড়া রেঞ্জ কর্মকর্তা মো. কাজী নাজমুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন অতিরিক্ত গরমের কারণেই লাউয়াছড়া বন থেকে অজগর সাপটি চা বাগান এলাকায় চলে গিয়েছিল।