মোঃ খাদেমুল ইসলাম, পঞ্চগড় জেলা প্রতিনিধি:
পঞ্চগড় প্রেস ক্লাবের জীবন সদস্য সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা হাসান আলী মিয়ার মরদেহ রাষ্ট্রীয় মর্যাদা দাফন হয়েছে।
তিনি পঞ্চগড় প্রেস ক্লাবের আজীবন স্থায়ী সদস্য এবং তেঁতুলিয়া প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, আজিজ নগর,ও গোয়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও বীর মুক্তিযোদ্ধা, হাসান আলী মিয়া (৭০)আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাত ১২টা, ৩৮ মিনিটে বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি দুই স্ত্রী, ৩ছেলে , ও ৪ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) মরদেহ রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করেন মডেল থানার পুলিশের একটি চৌকস দল। এসময় উপস্থিত ছিলেন- তেঁতুলিয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজ শাহীন খসরু, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুসা মিয়া , উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী মাহবুবুর রহমান,মোঃ আইয়ুব আলী,প্রমুখ।
বৃহস্পতিবার ( ১০ এপ্রিল) সকাল ১১ টায় আজিজ নগর গ্রামে সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার লাঁশ দাফন করা হয়েছে।
তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে তার আত্মীয়-স্বজন, শুভাকাক্সক্ষী সহ বিভিন্ন বিভিন্ন মহলে নেমে আসে শোকের ছায়া। তার মৃত্যুতে রাজনীতিমহল শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
আপনার মতামত লিখুন :