হবিগঞ্জে গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : এপ্রিল ৯, ২০২৫, ৫:৫৫ অপরাহ্ন /
হবিগঞ্জে গাছের  ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জের মাধবপুর ও চুনারুঘাটে গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, মাধবপুরে কালিনগর গ্রামের আব্দুর রহমান (৭৫) এবং চুনারুঘাটে পরাঝার গ্রামের আইয়ুব আলীর ছেলে মুক্তার মিয়া (২৬)। মঙ্গলবার (৮ এপ্রিল)দুপুরে পুলিশ তাদের মরদেহ উদ্ধার করেছে।

পুলিশ জানায়, সকাল ৭টার দিকে আব্দুর রহমান বাড়ির পাশের বনাঞ্চলে লাকড়ি সংগ্রহ করতে যান। তিনি গাছে উঠে ডাল কাটছিলেন। এ সময় বৈদ্যুতিক লাইনে স্পর্শ লেগে ঘটনাস্থলেই আব্দুর রহমানের মৃত্যু হয়। এদিকে বুধবার (৭ এপ্রিল) রাত ১০টার দিকে বাড়ির পাশে ঝড়ে ক্ষতিগ্রস্ত গাছে উঠে ডাল কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুক্তার মিয়ার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহটি উদ্ধার করেন। মঙ্গলবার  দুপুরে মরদেহগুলো ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়।

চুনারুঘাট থানার ওসি মো. নূর আলম ও মাধবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।