আঃজলিল, যশোরঃ
সীমান্তবর্তী যশোর জেলাকে দীর্ঘদিন ধরে মাদকমুক্ত করার লক্ষ্যে কাজ করছে জেলা গোয়েন্দা পুলিশের কয়েকটি বিশেষ টীম এবং একইদিনে বিভিন্ন উপজেলায় মাদকের বিরুদ্ধে একযোগে সাড়াশি অভিযান পরিচালিত হচ্ছে।
তারই ধারাবাহিকতায় আজ ১ নভেম্বর -২০২১ রোজ সোমবার যশোর জেলার কোতোয়ালি মডেল থানার রেলগেট- চাঁচড়া রোডের ডালমিল এলাকায় অভিযান পরিচালনা করে চিহ্নিত মাদক ব্যবসায়ী ১. মোছাঃ রেখা বেগম(৪৬), স্বামী-শহিদুল, গ্রাম-চাঁচড়া ডাল মিল ইসমাইল কলোনী জনৈক মিলার বাড়ীর ভাড়াটিয়া, থানা-কোতয়ালী, জেলা-যশোর(ভাসমান), স্থায়ী ঠিকানাঃ পিতা-মৃত লালটু শেখ, মাতা-কহিনুর বেগম,গ্রাম-লাটিমা কুরিপোল, থানা-মহেশপুর, জেলা-ঝিনাইদহকে ১১০ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০০০/- টাকা সহ গ্রেফতার করেন।
এছাড়া গোয়েন্দা পুলিশের আরো একটি টীম বাঘারপাড়া থানা এলাকার দয়ারামপুর গ্রামে অভিযান পরিচালনা করে চিহ্নিত মাদক ব্যবসায়ী ২.সোহাগ মোল্যা(৩৫), পিতা- মৃত আবুল হোসেন মোল্যা, মাতা-জামিলা বেগম,গ্রাম-দয়ারামপুর, থানা-বাঘারপাড়া, জেলা-যশোর কে ১০০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করেন।
সর্বশেষ অভিযানটি পরিচালিত হয় শার্শা থানার পাড়িয়ারঘোপ গ্রামে এবং ৮০০ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী ৩. রকিব(২৫), পিতা-মোঃ জাহান আলী, গ্রাম-পাড়িয়ারঘোপ, থানা-শার্শা, জেলা-যশোর কে গ্রেফতার করেন।
উল্লেখিত বিষয়ে মাদকদ্রব্য চোরাচালান নিয়ন্ত্রণ আইনের আওতায় কোতয়ালি মডেল থানা,বাঘারপাড়া ও শার্শা থানায় ৩ টি পৃথক মামলা দায়ের করা হয়েছে।
মন্তব্য করুন