কুলাউড়ায় মহসিন খান স্মরণে কেরাত প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : মার্চ ২১, ২০২৫, ১২:১৯ পূর্বাহ্ন /
কুলাউড়ায় মহসিন খান স্মরণে কেরাত প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত

কুলাউড়া প্রতিনিধি :

বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া কুলাউড়া উপজেলা শাখার উদ্যোগে খলিফায়ে ফুলতলী আলহাজ্ব হাফিজ মহসিন খান (র.)এর স্মরনে ক্বিরাত প্রতিযোগিতার ফাইনাল পর্ব, পুরস্কার বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ মার্চ) কুলাউড়া শহরের জেলা পরিষদ অডিটরিয়ামে দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুলাউড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আনজুমানে আল ইসলাহ্ কুলাউড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক কাজী মাওলানা ফজলুল হক খান সাহেদ।
সংগঠনের উপজেলা সভাপতি ইমরান আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হোসাইন আহমদ সুমনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আল ইসলাহ্ এর সহ-সভাপতি ও গনকিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু আইয়ুব আনসারি, উপজেলা আল ইসলাহ্ এর যুগ্ম সাধারণ সম্পাদক ও কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এম আতিকুর রহমান আখই, কেন্দ্রীয় তালামীযের সাবেক অর্থ সম্পাদক খন্দকার ওজিউর রহমান আসাদ, উপজেলা আল ইসলাহ্ এর সহ সাধারণ সম্পাদক এহসানুল মাহমুদ জাকির, মৌলভীবাজার জেলা তালামীযের সহ সাংগঠনিক সম্পাদক এম আফজাল হোসেন সাজু, পৌর আল ইসলাহ্ সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুর রহমান হাসানী, উপজেলা আল ইসলাহ্ এর সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম, পৌর আল ইসলাহ এর সাবেক সভাপতি খন্দকার ফখরুল ইসলাম প্রমূখ ।

অনুষ্ঠানে প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দরা।