কুলাউড়া ব্যাংকার্স এসোসিয়েশনের পক্ষ থেকে বিদায় সংবর্ধনা


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : মার্চ ১৩, ২০২৫, ১:০৮ পূর্বাহ্ন /
কুলাউড়া ব্যাংকার্স এসোসিয়েশনের পক্ষ থেকে বিদায় সংবর্ধনা

কুলাউড়া প্রতিনিধি

ব্যাংকার্স এসোসিয়েশন কুলাউড়ার সাধারণ সম্পাদক ও রূপালী ব্যাংক পিএলসি কুলাউড়া শাখার শাখা ব্যবস্থাপক পারভেজ আহমদ এর বদলীজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

ব্যাংকার্স এসোসিয়েশন কুলাউড়া’র পক্ষ থেকে ১১ মার্চ বিকালে রূপালী ব্যাংক কুলাউড়া শাখায় এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ব্যাংকার্স এসোসিয়েশন কুলাউড়ার সভাপতি মো. আবু বকর সিদ্দিকির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ও জনতা ব্যাংকের ব্যবস্থাপক মো. বজলুর রশীদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি পারভেজ আহমদ।
অন্যদের মাঝে বক্তব্য রাখেন সিটি ব্যাংকের ম্যানেজার আহমদ সারওয়ার ফেরদৌস, ইসলামী ব্যাংকের শাখা প্রধান মোঃ সাইফুল ইসলাম, অগ্রনী ব্যাংক কুলাউড়া শাখার ব্যবস্থাপক মো. খায়রুজ্জামান ও কর্মধা শাখার ব্যবস্থাপক প্রদীপ কান্ত দত্ত, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক কুলাউড়া শাখার ব্যবস্থাপক তানভীর আহমদ, এসআইবিএল কুলাউড়ার ম্যানেজার খন্দকার আনোয়ার মাসুম। অনুষ্ঠানে কুলাউড়ায় অবস্থিত বিভিন্ন ব্যাংকের শাখা ব্যবস্থাপক ও কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন। এসময় বিদায়ী অতিথিকে সম্মাননা স্মারক ও উপহার সামগ্রী প্রদান করা হয়।