শাল্লায় যুবদলের ইফতার মাহফিল।।


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : মার্চ ৬, ২০২৫, ৯:১২ অপরাহ্ন /
শাল্লায় যুবদলের ইফতার মাহফিল।।

হাবিবুর রহমান হাবিব, শাল্লা (সুনামগঞ্জ) থেকেঃ

দিরাই-শাল্লা আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী দিরাই উপজেলা বিএনপির সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটির প্রথম সদস্য এ্যাডভোকেট তাহির রায়হান চৌধুরী পাভেল দিরাই-শাল্লা উপজেলায় আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অনতি ও বিভিন্ন বৈধ লিজকৃত জলমহালে জনগণের অবৈধ মাছ ধরার বিষয়ে বলেন, সুনামগঞ্জের দিরাই ও শাল্লায় বিগত কিছুদিন ধরে একের পর এক বৈধ লিজকৃত জলমহাল লুটপাট ও আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি ঘটছে। এ নিয়ে এলাকার মানুষ আতংকে দিন কাটাচ্ছে। যা বিগত বছরগুলোর  ইতিহাস ঐতিহ্য দিরাই শাল্লার সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত ছিল সেটি ম্লান হচ্ছে।

দিরাই-শাল্লা আমার নির্বাচনী এলাকা হওয়ায় আমি আহত ও ব্যাতিত হয়েছি। এভাবে একটি শান্তিপূর্ণ এলাকায় অশান্তি বিরাজ করবে আমি ঘরে বসে থাকতে পারিনা।

তিনি প্রশাসনের নিকট  দাবি রেখে বলেন  এই হীন কাজে যারা, জড়িত তাদের কে দ্রুত আইনের আওতায় আনতে হবে। তবে একটি কথা যাতে সাধারণ মানুষ হয়রানির স্বীকার না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।

৬ মার্চ বৃহস্পতিবার শাল্লা  উপজেলা যুবদলের আয়োজনে আটগাও ইউনিয়ন এর নিজগাও  বাজার প্রাঙ্গণে অনুষ্ঠিত ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

উপস্থিত নেতা কর্মী ও বিএনপির নেতৃবৃন্দের  উদ্দেশ্য  তিনি আরও বলেন, আমাদের ১৮ কোটি মানুষের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদের যে নির্দেশ দিয়েছেন তা অত্যন্ত স্পষ্ট। তা হল কোন অন্যায় ও অপরাধমূলক কর্মকান্ডে আমাদের দলের কেউ জড়িত থাকলে তা কোনভাবেই বরদাস্ত করা হবে না। সাথে সাথে দল থেকে বহিস্কার করা হবে।

সুতরাং দিরাই শাল্লার প্রশাসনের প্রতি আহবান জানাচ্ছি আপনারা তদন্ত করে আসল অপরাধীকে খুঁজে বের করুন আমরা বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মী আপনাদের পাশে আছি এবং থাকব।

শাল্লা উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি  আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে ও  সিনিয়র যুগ্ন আহ্বায়ক রুবেল আহম্মেদ দুলালের সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিল অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে  বক্তব্য রাখেন দিরাই  পৌর বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান মিজান,  শাল্লা উপজেলা বিএনপির আহবায়ক সিরাজুল ইসলাম সিরাজ, যুগ্ন আহ্বায়ক আব্দুল করিম, সেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নুরুল আমীন, উপজেলা ছাত্র দলের আহব্বায়ক তারেক হাসান মুন্না সহ  প্রমূখ নেতৃবৃন্দ।