বিএনপি দেশের গণতন্ত্র ও ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য এখনও রাজপথে আছে- জি কে গউছ


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৩, ২০২৫, ৭:১০ অপরাহ্ন /
বিএনপি দেশের গণতন্ত্র ও ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য এখনও রাজপথে আছে- জি কে গউছ
নুরুজ্জামান ফারুকী হবিগঞ্জ প্রতিনিধি
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেছেন- বিএনপি বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য গত ১৭টি বছর ধরে আন্দোলন করছে। এই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য অসংখ্য মানুষ শহীদ হয়েছে, গুম হয়েছে, শেখ হাসিনার পেটুয়া বাহিনীর হামলায় পঙ্গুত্ব বরণ করেছে, লক্ষ লক্ষ মানুষ মিথ্যা মামলায় আসামী হয়ে নিজের বাড়িতে থাকতে পারেনি, লক্ষ লক্ষ মানুষ কারাগারে মানবেতর জীবন যাপন করেছে। কিন্তু বিএনপি রাজপথ ছেড়ে পালিয়ে যায়নি। বিএনপি দেশের গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য এখনও রাজপথে আছে। জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত বিএনপি রাজপথ ছাড়বে না। তিনি  বুধবার (১২  ফেব্রুয়ারী)   বিকালে আজমিরীগঞ্জ পৌর বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

সম্মেলনে জি কে গউছ আরও বলেন- গত বছরের শীতে আমরা ছিলাম জেলে, আর এ বছরের শীতে আওয়ামীলীগ নেতাকর্মীরা জেলে। এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে। মহান আল¬াহ সীমালঙ্গণকারীকে পছন্দ করেন না। আওয়ামীলীগ যে অন্যায়, যে পাপ করেছে আমাদেরকে এই পথ পরিহার করতে হবে। দুর্ণীতি আর বিএনপি এক সাথে করা যাবে না। সম্মেলনে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমেদ আলী মুকিব। পৌর বিএনপির আহŸায়ক আলী আহম্মদ জনফুল মিয়ার সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহব্বায়ক খালেদুর রশীদ ঝলকের পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহব্বায়ক মিজানুর রহমান চৌধুরী, এম ইসলাম তরফদার তনু, এডভোকেট হাজী নুরুল ইসলাম, হাজী এনামুল হক ও কামাল উদ্দিন সেলিম, জেলা বিএনপি নেতা সৈয়দ রিয়াজ উদ্দিন আহমেদ, হবিগঞ্জ সদর উপজেলা বিএনপির সভাপতি আজিজুর রহমান কাজল, সাধারন সস্পাদক সামছুল ইসলাম মতিন, হবিগঞ্জ পৌর বিএনপির সভাপতি তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, সাধারন সম্পাদক এস এম আওয়াল, বানিয়াচং উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোস্তফা আল হাদি, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক জাহিদ হোসেন, সাবেক সাধারন সম্পাদক ফরহাদ হেসেন বকুল, আজমিরীগঞ্জ উপজেলা বিএনপির আহব্বায়ক মোহন মিয়া তালুকদার, যুগ্ম আহব্বায়ক সামছুল আলম, হবিগঞ্জ সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এম মানিক, হবিগঞ্জ পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মর্তুজা আহমেদ রিপন, জেলা যুবদল আহŸায়ক জালাল আহমেদ, সদস্য সচিব সফিকুর রহমান সিতু, যুগ্ম আহŸায়ক রুবেল আহমেদ চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের আহŸায়ক সৈয়দ মুশফিক আহমেদ, জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজীব আহমেদ রিংগন, জেলা মহিলাদলের সভাপতি এডভোকেট ফাতেমা ইয়াসমিন, সাধারণ সম্পাদক সৈয়দা লাভলী সুলতানা প্রমুখ। সম্মেলনের শুরুতেই জাতীয় সংগীত পরিবেশনের সাথে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন অতিথিরা। এর আগে বুধবার সকাল ৯টায় কাউন্সিল শুরু হয়। বিকাল ৩টা পর্যন্ত একটানা ভোট গ্রহন করা হয়। ৫১৩ জন ভোটারের মধ্যে ৪২৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।