পঞ্চগড়ের ৩ উপজেলায় বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুর


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৭, ২০২৫, ৭:১৭ অপরাহ্ন /
পঞ্চগড়ের ৩ উপজেলায় বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুর

মোঃখাদেমুল ইসলাম, পঞ্চগড় জেলা প্রতিনিধি

পঞ্চগড় সদর, বোদা ও আটোয়ারী উপজেলাতে বঙ্গবন্ধুর ম্যুরাল ভেঙে দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র-জনতা।

বৃহস্পতিবার বিকালে বোদা কেন্দ্রীয় শহীদ মিনারে, বোদায় জেলা পরিষদের মার্কেটের সামনে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এবং আটোয়ারী উপজেলার বঙ্গবন্ধু ডাংগীরহাট সরকারি কলেজে বঙ্গবন্ধুর ম্যুরাল ভেঙে ফেলা হয়।

এছাড়া বঙ্গবন্ধু ডাংগীরহাট সরকারি কলেজের নামফলকে বঙ্গবন্ধু অংশটি ভেঙে ডাংগীর হাট সরকারি কলেজ অংশটি রাখা হয়েছে।এর আগে বুধবার রাতে পঞ্চগড় জেলা পরিষদ চত্বরে শেখ মুজিবুর রহমানের ম্যুরালের ছবি হাতুড়ি দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে তুলে ফেলে ছাত্র-জনতা।

পরে তারা জেলা আওয়ামী লীগ কার্যালয়ের মূল গেটের ওপরে রং দিয়ে ‘হাসিনার জেলা পাবলিক টয়লেট’ লিখে দেয়। হাতুড়ি দিয়ে ভাঙা হয় জেলা আওয়ামী লীগের কার্যালয়ের দেয়াল।

এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি ফজলে রাব্বি, ওমর ফারুক, নাজমুস সাকিব, নুরুজ্জামান, রাব্বিসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। তারা শেখ হাসিনাকে ফ্যাসিস্ট হিসেবে আখ্যায়িত করে তার এবং দোসরদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান।

গত ৫ অগাস্টের পর থেকেই জেলার বিভিন্ন স্থানে বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙা হয়েছে। এছাড়া ম্যুরালসহ বিভিন্ন দেয়ালে কালি দিয়ে স্বৈরাচার সরকারের পতনের নানা স্লোগান লেখা হয়েছে।তবে বৃহস্পতিবার বিকাল পর্যন্ত জেলায় আওয়ামী লীগের মন্ত্রী, সংসদ সদস্যসহ কোনো পর্যায়ের নেতাকর্মীদের বাড়িতে হামলা-ভাঙচুর বা অগ্নিসংযোগের কোনো খবর পাওয়া যায়নি।