পঞ্চগড় প্রতিনিধি: মোঃ খাদেমুল ইসলাম:
গত ২৯ অক্টোবর ২০২৪ খ্রি. তারিখে দুপুর ১২.০০ ঘটিকায় -পঞ্চগড় জেলা প্রশাসন, ও পঞ্চগড়
পরিবেশ অধিদপ্তর, পঞ্চগড় এর যৌথ উদ্যোগে নিষিদ্ধ ঘোষিত পলিথিন এর ব্যবহার বন্ধে অংশীজনের অংশগ্রহণে পঞ্চগড় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ, পঞ্চগড়- এ মতবিনিময় সভা আয়োজন করা হয়। পঞ্চগড় জেলার সুযোগ্য জেলা প্রশাসক মো: সাবেত আলীর সভাপতিত্বে মতবিনিময় সভায় পরিবেশ অধিদপ্তর, পঞ্চগড় এর সহকারী পরিচালক মো: ইউসুফ আলী, বাজার বণিক সমিতি, বোদা, পঞ্চগড় এর প্রচার সম্পাদক মো: জাভেদ মজুমদার, পরিবেশ বন্ধু, পঞ্চগড় এর প্রতিনিধি নয়ন তানবীরুল বারি, মকবুলার রহমান সরকারী কলেজ এর ছাত্র ফজলে রাব্বী, জেমজুট, পঞ্চগড় এর ব্যবস্থাপক জনাব হিমেল আশরাফ, পঞ্চগড় জেলার সিনিয়র সাংবাদিক শহীদুল ইসলাম শহিদ, বিটিভি এর পঞ্চগড় জেলার প্রতিনিধি আমির খসরু লাবলু, প্রেস ক্লাব, পঞ্চগড় এর আহবায়ক সরকার হায়দার-সহ আরও অনেকে বক্তব্য রাখেন। এছাড়া উক্ত মতবিনিময় সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), পঞ্চগড়, জেলা শিক্ষা অফিসার, পঞ্চগড়, সিভিল সার্জন, পঞ্চগড় এর প্রতিনিধি, বাংলাদেশ পরিবেশ আন্দোলন, পরিবেশ বন্ধু, সবুজ আন্দোলন পঞ্চগড়, বিডি ক্লিন, সম্মিলিত স্বেচ্ছাসেবী ফোরাম, কারিগর-সহ পঞ্চগড় জেলার স্বেচ্ছাসেবী সংগঠনসমূহের প্রতিনিধিবৃন্দ, প্রতিটি উপজেলার বাজার বণিক সমিতির প্রতিনিধিবৃন্দ, প্রিন্ট ও ইলেক্ট্রণিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় উপস্থিত সকলে আগামী ১ নভেম্বর ২০২৪ তারিখ হতে নিষিদ্ধ ঘোষিত পলিথিন এর ব্যবহার বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে অঙ্গীকারাবদ্ধ হয়।
মন্তব্য করুন