হাবিবুর রহমান হাবিব, শাল্লা-সুনামগঞ্জ থেকে ঃ
সুনামগঞ্জের শাল্লা উপজেলায় পূর্ব বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ২২ জন আহত হয়েছেন।
শনিবার, ২৮ সেপ্টেম্বর (১৩ আশ্বিন) সকাল ৯টার দিকে উপজেলার শাল্লা ইউনিয়নের দামপুর গ্রামের মোতাহার হোসেন ও ইউসুফ মিয়ার পক্ষের লোকজনের মধ্যে দামপুর আটপাড়া দাখিল মাদরাসার সামনে এ সংঘর্ষ হয়। এতে আহতরা শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
শাল্লা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুস সাত্তার জানান, দুই পক্ষের লোকজনের মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটি শেষপর্যন্ত সংঘর্ষে রূপ নেয়। এসময় একপক্ষ মাদরাসা ভবনে ছাদের উপরে আর অন্যপক্ষ নিচে অবস্থান নিয়ে প্রায় ঘণ্টাব্যাপী সংঘর্ষ চালিয়ে যায়।
শাল্লা থানার ওসি-তদন্ত আহম্মদ উল্লাহ ভূঁইয়া জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিস্থিতি এখন শান্ত। মামলা হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন