আঃজলিল,স্টাফ রিপোর্টার:
যশোরের বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন ভক্ত যশোর জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন। দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোলের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা রাখায় এবং কাজের অভিন্ন মানদণ্ডের ভিত্তিতে তিনি জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হন।
ইং (১৫ জুলাই) সোমবার বেলা ১১ টায় যশোর জেলা পুলিশ সুপারের কার্যালয়ে কনফারেন্স রুমে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মো. মাসুদ আলম।
পুলিশ হেডকোয়ার্টার্সের পুরস্কারের অভিন্ন মানদণ্ডের আলোকে ২০২৪ সালের জুন মাসে যশোর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হন বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ ( ওসি) সুমন ভক্ত।
এসময় যশোরের পুলিশ সুপার সুমন ভক্তর হাতে সম্মাননা স্বারক এবং শুভেচ্ছা উপহার তুলে দেন। তার এ অভূতপূর্ব সাফল্যে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন ভক্ত বলেন, এ অর্জন শুধু আমার একার নয়। এ অর্জন আমাদের থানার সকল ফোর্সের সম্মিলিত প্রচেষ্টার ফল। এ অর্জন আমাদের সামনের দিকে আগানোর পথে আরও বেশি অনুপ্রেরণা যোগাবে। কৃতজ্ঞতা জানাই সুযোগ্য পুলিশ সুপার স্যারসহ সকল সিনিয়র স্যারদের। আমার সকল সহকর্মীদের প্রতি ভালোবাসা জানাই।
মন্তব্য করুন