হাবিবুর রহমান হাবিব, শাল্লা (সুনামগঞ্জ) থেকেঃ
শৃঙ্খলা, নিরাপত্তা, প্রগতি “মুজিববর্ষের পুলিশ নীতি ,জনসেবা আর সম্প্রীতি”
এ প্রতিপাদ্য কে সামনে রেখে সুনামগঞ্জের শাল্লা উপজেলা মিলনায়তনে ৩০ অক্টোবর শনিবার শাল্লা থানা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং সমাবেশ ২০২১ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শাল্লা থানা অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলামের সভাপতিত্বে ও এস আই শিমুল কুমার মন্ডলের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল মুক্তাদির হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাল্লা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অমিতা রাণী দাশ, এ্যাডঃ দিপু রঞ্জন দাশ।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন শাল্লা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুস শহীদ। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন শাল্লা উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুস ছাত্তার মিয়া, আটগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম আজাদ,
অনুষ্ঠানে পবিত্র কুরআন তিলাওয়াত করেন শাল্লা থানা মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা আবুল কাশেম, গীতা থেকে পাঠ করেন শাহীদ আলী মডেল উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক বিধু ভূষণ রায়।
অনুষ্ঠানে বক্তাগণ কমিউনিটি পুলিশের মাধ্যমে মানুষের জীবনের মান উন্নয়ন করা সম্ভব, সমাজের শান্তি শৃঙ্খলা রক্ষা করতে পুলিশ কে সর্ব ক্ষেত্রে সাহায্য করতে হবে, বর্তমান সরকারের আমলে মানুষের মাথা পিছু আয় বেড়েছে, শাল্লার মানুষ বিভিন্ন দিক থেকে অনেক পিছিয়ে আছে, শাল্লার
উন্নয়ন ধারা কে অব্যাহত রাখতে হলে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে উল্লেখ করে বলেন আমরা যে যেখানে আছি প্রত্যকে যদি নিজ নিজ অবস্থান থেকে অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারি তাহলে উন্নতবাংলাদেশ গড়া সম্ভব।
এছাড়া কমিউনিটি পুলিশের বিভিন্ন কার্যক্রমের উপর আলোকপাত করে আইন শৃঙ্খলা রক্ষা করতে কমিউনিটি পুলিশের ভূমিকা নিয়ে অনুষ্ঠানে বক্তাগণ বিস্তর আলোচনা করেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন হবিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিবেকানন্দ মজুমদার বকুল, এস আই আনোয়ার হোসেন, এস আই আবুল কাশেম, এ এস আই উদয় কুমার চক্রবর্তী, এ এস আই মোসলেহ উদ্দিন, এ এস আই আফছার উদ্দিন, যুবলীগ নেতা মোঃ ফখরুল ইসলাম, সহ স্থানীয় প্রমূখ লোক জন উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন