এ জে হক।।
অতি সম্প্রতি প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের Ministry of Health কতৃক অধিগ্রহন কৃত জায়গায় প্রস্তাবিত মেডিকেল কলেজ স্থাপনের লক্ষ্যে উপজেলা ও জেলা কর্মকর্তা সহ Ministry of Health এর উচ্চপর্যায়ের এক সরকারি প্রতিনিধি দল সরেজমিনে পরিদর্শন করেন।
সুপরিসর নিষ্কণ্টক জায়গার প্রকৃতি, পরিবেশ, যোগাযোগ ব্যবস্থা, বনশ্রী বনায়ন, চিরসবুজ তরুলতা, গুল্ম ও বৃক্ষে ভরপুর।
সুস্বাদু ফল ফলাদী,হরেক প্রজাতির বন্য,সরিস্রিপ প্রানির অভয়ারণ্য ও মৃগয়ার চারন ক্ষেত্র। বর্নিল বন বিহংগ, ডাহুক ও মহুয়ার কলতানে মুখরিত এ যেন বাংলাদেশের বুকে একখণ্ড নৈসর্গিক ভূমি।
নজর কাড়া মনোরম পরিবেশ অবলোকন করে সেই আবহে পরিদর্শক দলের সকলেই বিমোহিত হয়ে সন্তুষ্টি প্রকাশ করেন।
সংবাদ টি প্রকাশ পাওয়ার সাথে সাথে কমলগঞ্জ তথা মৌলবী বাজার জেলা বাসীর হৃদয়ে আনন্দের ঢেউ বয়ে যায়। অনেকেই বলতে শুনি জেলা বাসীর দীর্ঘ দিনের স্বপ্ন বাস্তবায়নের আরেক ধাপ এগিয়ে গেল। জাতীর জনকের সুযোগ্য তনয়া আধুনিক Digital বাংলাদেশের স্বপ্ন বিলাসি রূপকার,মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরলস প্রচেষ্টায় দেশ আজ উন্নয়নের মহি সোপান ।
সমুদ্র জয় থেকে শুরু করে পদ্মা সেতু, পারমাণবিক বিদ্যুত্কেন্দ্র, গভীর সমুদ্র বন্দর, মেট্রো রেল কর্ণফুলী নদীর তলদেশে সুড়ংগ সংযোগ ও মহাকাশে স্যাটেলাইট প্রেরণ করে দেশের আর্থ সামাজিক উন্নতি সাধন করে তলা বিহীন ঝুড়ি থেকে উচ্চ মধ্যম আয়ের দেশে উন্নীত করে দৃষ্টান্ত স্থাপন করে পৃথিবীর শক্তিধর দেশগুলোকে চমক লাগিয়ে বিশ্ব সভায় বাংলাদেশকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন । তারই ক্রমধারায় আমরা কমলগঞ্জ তথা মৌলবী বাজার জেলাবাসী উন্নয়নের অংশীদার হতে চাই।
বিভিন্ন মেগা প্রকল্প বাস্তবায়নে ভুমি অধিগ্রহণ এক বিরাট অন্তরায়। আইনি ও আমলাতান্ত্রিক জটিলতা, ভূমির মুল্য পরিশোধ, মাটি ভরাট ইত্যাদি দীর্ঘসূত্রিতা নিরসনে কয়েক বছর লেগে যায়। যার ফলে প্রকল্প বাস্তবায়নের ব্যয়ভার ২/৩ গুন বেড়ে যায়।
আমাদের কমলগঞ্জের সরকারি ভূমি এইসব জটিলতা মুক্ত ও নিষ্কণ্টক। সেই কারণে এখানে প্রকল্প বাস্তবায়নে সরকারের বিপুল পরিমাণ অর্থ ও সময় সাশ্রয় হবে।
সরকারি সূএ মতে বর্তমানে রাষ্ট্রীয় কোষাগারে বৈদেশিক মুদ্রার রিজার্ভ সর্ব কালের রেকর্ড ছাড়িয়ে গেছে। চিকিৎসা সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছানোর লক্ষ্যে কমিউনিটি ক্লিনিকের অবদান বিশ্বব্যাপী প্রশংসা কুড়িয়েছে। গর্ভবতী মা ও নবজাতক শিশু মৃত্যুর হার রেকর্ড পরিমাণ সূচকের নিম্নমুখী ।
শতাব্দীর ভয়াবহ করোনা রোগ মহামারী মোকাবিলায় COVID vaccine এর ব্যবহার খুবই ফলপ্রসূ। মাননীয় প্রধানমন্ত্রী জনগণের vaccine প্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে দেশে vaccine তৈরির জন্য বিজ্ঞানীদের পরামর্শ দিয়েছেন। বাংলাদেশে তৈরী জীবন রক্ষাকারী অনেক মূল্যবান ঔষধ বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে।জনশ্রুতি আছে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন জন বান্ধব প্রকল্প বাস্তবায়নে টাকার কোন অভাব নেই।
দেশের সব মেগা প্রকল্প বিদেশি পরামর্শক,বিশেষজ্ঞ ও কারিগরি সহায়তায় বাস্তবায়িত হচ্ছে। উন্নত শাস্হ্যসেবা মানুষের অন্যতম মৌলিক অধিকার। ডেংগুজ্বর, চিকনবুনিয়া ইত্যাদি নিয়ন্ত্রণ করে আগামী শতাব্দীর বসবাসের যোগ্য একটি সুস্হ সবল জাতী গঠনে যুগোপযোগী পরিকল্পনা সময়ের দাবী।
আমাদের দেশে অনেক বিষয়ে বিশ্ব মানের উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের অভাব রয়েছে। যার কারনে মেধা বিকাশের উপযোগী সুযোগ না থাকায় অনেক মেধাবী তরুণ শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য বিদেশে চলে যান। শিক্ষা জীবন শেষে খুবই কম সংখ্যক দেশে ফিরেন । এতে দেশের মেধা পাচার হওয়ার কারনে দেশের বড় বড় প্রতিষ্ঠান ও প্রকল্পে বিদেশি পরামর্শক কিংবা বিশেষজ্ঞ নিয়োগ করা হয়। ফলে আমাদের অঢেল পরিমান টাকা বিদেশে চলে যায়।
কমলগঞ্জে মেডিকেল কলেজ স্থাপনের পাশা পাশি কিছু বিশ্ব মানের উচ্চশিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করার সুযোগ রয়েছে। ফলে রাজধানীর উপর জন সংখ্যার চাপ, শব্দ দূষণ ও বায়ু দূষণ কমে আসবে। নিরিবিলি পরিবেশে মেধাবী শিক্ষার্থীরা দেশেই বিশ্ব মানের উচ্চশিক্ষা শেষে দেশ সেবায় নিজেকে নিয়োজিত করতে পারেন। স্বদেশ বিমুখ প্রবণতা কমে আসবে বিনিময়ে সাশ্রয় হবে বিপুল পরিমাণ অর্থ। উপকৃত হবে দেশ ও জাতি। এইসব প্রতিষ্ঠানে প্রয়োজনে বিশ্ব মানের বিদেশি দক্ষ,অভিজ্ঞ ও পেশাদার শিক্ষক নিয়োগ দিয়ে বিশ্বমানের উচ্চশিক্ষার উপযুক্ত পরিবেশ সৃষ্টি করা যায়।
প্রসঙ্গত উল্লেখ্য কমলগঞ্জ মেডিকেল কলেজের প্রস্তাবিত স্থানের এক পাশে দীর্ঘকাল ধরে বহুজাতিক সংস্থা (HEED) কর্তৃক পরিচালিত বাংলাদেশের বৃহত্তম কুষ্ঠ রোগ নিরাময় হাসপাতাল অবস্থিত । এখানে বিভিন্ন বিদেশি কুষ্ঠ রোগ বিশেষজ্ঞ চিকিৎসকরা সেবা দিয়ে যাচ্ছেন।
Vaccine তৈরির উপযোগী সুযোগ সুবিধা থাকায় এখানে একটি vaccine institute স্থাপন করা হলে তৈরি হবে বাংলাদেশে Vaccine প্রস্তুতের সূতিকাগার, চিকিত্সা গবেষণায় অংশ গ্রহণের সুবাদে দেশ ও জাতি উপকৃত হবে মহামারী মোকাবিলায় বিদেশের উপর নির্ভরশীলতা কমে আসবে। এ ব্যাপারে মহাখালী আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্রে (ICDDR.B ) কর্ম রত আন্তর্জাতিক vaccine বিজ্ঞানীদের সুচিন্তিত মতামত কাজে লাগবে।
সমকালীন বিশ্বে জরুরী ও মুমূর্ষ রোগী বহনকারী Ambulance এর পাশাপাশি Air Ambulance এর ব্যবহার গুরুত্বপূর্ণ।
প্রস্তাবিত কমলগঞ্জ মেডিকেল কলেজ নির্মানের এলাকায় বিশাল পরিমাণ ভুমি প্রাপ্তির নিশ্চয়তা থাকায় সেই সুবাদে এখানে জরুরী রোগী বহনকারী Air Ambulance এর জন্য যুগোপযোগী Heli Pad নির্মান করা যেতে পারে ।
এছাড়া ও এখানে আরও কিছু বিশ্ব মানের উচ্চশিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করার সুযোগ রয়েছে যেমন: institute of imaging and radiology, Blood science institute, institute of pharmacy research, Deaf and Mute Research and Rehabilitation centre( মুক ও বধির গবেষণা ও পুনর্বাসন ) ইত্যাদি বর্তমান Directorate of Health এর DG এবং Additional DG মহোদয় উভয়ই দীর্ঘদিন England এ উচ্চশিক্ষা লাভ করেছেন। এ ব্যাপারে তাদের অভিজ্ঞতা কাজে আসবে।
পরিশেষে কমলগঞ্জ মেডিকেল কলেজ স্থাপনের স্বপ্ন দ্রষ্টা, কল্পনা বিলাসি আমাদের জেলার জনপ্রিয় নেতা মাননীয় সাংসদ জনাব ডঃ ম ,আ ,শহীদ সাহেবকে জানাই অসংখ্য ধন্যবাদ। স্থান, কাল ও পাত্র বিবেচনায় নিয়ে কমলগঞ্জ মেডিকেল কলেজ স্থাপনের পথ সুগম করার জন্য যাহা জেলা বাসী চিরদিন কৃতজ্ঞতার সাথে স্মরণ রাখবে।
আমরা তাহার সুশাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।
মন্তব্য করুন