মাহাদি হাসান, স্টাফ রিপোর্টার।।
নব-গঠিত সিলেট জেলা ছাত্রলীগেরর কমিটিকে স্বাগত জানিয়ে বিশ্বনাথ সরকারি কলেজ ছাত্রলীগের বর্ণাঢ্য আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৬ অক্টোবর) দুপুরে কলেজ প্রাঙ্গন থেকে বিশ্বনাথ সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম রুকনের নেতৃত্বে আনন্দ মিছিলটি বের হয়ে পৌর শহরের বাসিয়া সেতুর উপর এসে শেষ হয়।
আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন- কলেজ ছাত্রলীগ নেতা দিলওয়ার হোসেন, রাহিদ আহমদ, এসএম জুয়েল, আবিদুর রহমান, ইমরান আহমদ, রাজন আহমদ, অমিত দেব, ফারাবি ইমন, নূরুল আমিন, যুবরাজ, জহির আহমদ, সামসুদ্দিন, পাবেল আহমদ, মিটুন হাসান, তুষার, সিদ্দিকি নাঈম, তানভীর, ইমরান আহমদ, এনাম, জাহেদ, মামুন, কামরুল, শাহিন, ইমন, রাফি, জনি, ফাহাদ, রিয়াজ, সুজয়, আলী, কাইয়ুম, আলম, নাহিদ, ইমতিয়াজ, রুহান, মালেক, ময়নুল, রাজিব আলী, শাকিব, শাহরিয়ার, জালাল, হাসান, হাবিব, শাহেদ, শাকিল আহমদ, সামী, সুহাগ, তুহিন, সাজ্জাদ, হামিদ, মোজাহিদ, জাবেদ, সুলেমান, হোসাইন, জুনেদ, জনি, শাহিন, রুবেল, পারভেজ, কবির, রুহেল, আল-আমিন, রাফি, আবিদুর, নাঈম, তপু, কাওছার, উজ্জল প্রমুখ নেতৃবৃন্দ।
মন্তব্য করুন