মাধবপুরে ৩০ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : অক্টোবর ২৬, ২০২১, ১২:২০ পূর্বাহ্ন /
মাধবপুরে  ৩০ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার

নূরুজ্জামান ফারুকী হবিগঞ্জ থেকে॥

মাধবপুর উপজেলায় র‌্যাব অভিযান চালিয়ে ৩০ কেজি গাঁজা ও ৩ বোতল বিয়ারসহ মোঃ জাহিদুল ইসলাম নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

রোববার (২৪ অক্টোবর) ভোর ৬ টার সময় র‌্যাব-৯, সিপিসি-১, হবিগঞ্জ ক্যাম্প অভিযান চালিয়ে উপজেলার আন্দিউড়া থেকে জাহিদুল নামের ওই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত জাহিদুল কুমিল্লা জেলার লালমাই উপজেলার জয়শ্রী মুন্সিবাড়ির জোবায়ের আহমেদ এর ছেলে। র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-০৯, সিপিসি-১, হবিগঞ্জ এর একটি আভিযানিক দল লে. কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসান এর নেতৃত্বে বিপুল পরিমাণ মাদক সহ জাহিদুরকে গ্রেফতার করে। পরবর্তীতে উদ্ধারকৃত আলামত ও গ্রেফতার আসামিকে মাধবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬ (১) এর টেবিল ১৯ (গ)/২৪(ক)/৩৮/৪১ ধারামূলে হস্তান্তর প্রক্রিয়া চলমান বলে জানিয়েছে র‌্যাব।