স্টাফ রিপোর্টার :-
রাজশাহীর সদর মডেল থানা সহ একাধিক থানার এক দালাল রাকিবের হাতেই জিম্মি হয়ে আছে শত নিরীহ মানুষ। এই দালালের খপ্পরে পড়ে কেউ হচ্ছেন মিথ্যা মামলার আসামি আবার কেউ হারাচ্ছেন নগদ টাকা । দীর্ঘদিন রাজশাহীর সদর মডেল থানায় পুলিশের সোর্স পরিচয় দিয়ে সাধারণ মানুষকে নানা ধরনের মিথ্যা মামলায় জড়ানোর হুমকি দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ ওঠেছে রাকিব হোসেন নামের এক যুবকের বিরুদ্ধে।দালাল,রাকিব হোসেন, নতুন বিলসিমলা এলাকার, দুলাল মিস্তিরির ছেলে।
রাজশাহী নতুন বিল শিমলা এলাকার সমাজ ও মসজিদ কমিটির ১০ জন মুরম্বি তার অপকর্ম থেকে রেহায় পেতে উচ্চপদস্থ পুলিশের কর্মকরতার হস্তক্ষেপ কামনা করেছেন। ভুক্তভোগীদের অভিযোগ, সদর মডেল থানার দালাল,, রাকিব হোসেন,, নিজেকে পুলিশের সোর্স পরিচয় দিয়ে নিজের পরিবারের সদস্যদের সুদ ব্যবসায় সহযোগিতা করছেন। শুধু তাই নয়, পুলিশের ভয়ভীতি দেখিয়ে এলাকার সাধারণ মানুষকে জিম্মি করে রেখেছে দালাল রাকিব। বিভিন্ন এলাকায় গিয়ে নিরীহ লোকজনকে নানাভাবে হুমকি প্রদান করে অমুককে পুলিশ খুঁজছে, তমুকের বিরুদ্ধে মামলা আছে বলে মানুষকে জিম্মি করে টাকা আদায় করছে।
এই দালাল রাকিবের, কাজ হচ্ছে মানুষকে টার্গেট করে প্রতারণার ফাঁদ পেতে ধান্ধাবাজি করা। তার রোষানলে পড়ে অনেক মানুষ নানাভাবে হয়রানির শিকার হচ্ছেন।
এই বিষয়ে সদর মডেল থানায় জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, কিছুদিন আগে মানুষের সঙ্গে নানান ধরনের সমস্যার কারণে দালাল রাকিব কে, থানা থেকে বের করে দেয়া হয়েছে।এবং এখন আর তার সাথে থানার কোন সম্পর্ক নেই বলে জানান,ওই কর্মকর্তা।
আপনার মতামত লিখুন :