রাজশাহী প্রতিনিধি:
বাংলা নিউজ টোয়েন্টিফোর ডট.কমের জামালপুর ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ও ৭১ টিভির বকশিগঞ্জ উপজেলা সংবাদদাতা গোলাম রাব্বানী নাদিম হত্যার প্রতিবাদে রাজশাহী প্রেস ক্লাব চত্বর জিরো পয়েন্টে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শনিবার (১৭জুন) বিকালে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি রাজশাহী বিভাগ, জেলা ও মহানগর কমিটি কর্তৃক আয়োজনে রাজশাহী প্রেসক্লাব চত্বরে জিরো পয়েন্টে মানববন্ধন অনুষ্ঠিত হয়। বিভিন্ন পত্রিকার সাংবাদিকবৃন্দ এতে অংশ নেন।
বুধবার অফিসের কাজ শেষে রাত ১০টার দিকে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে বকশীগঞ্জ পাথাটিয়ায় পৌঁছালে পিছন থেকে অতর্কিত আঘাত করে চলন্ত মোটরসাইকেল থেকে তাকে ফেলে দেওয়া হয়।
এরপর দেশীয় অস্ত্রধারী ১০-১২ জন দুর্বৃত্ত তাকে সড়ক থেকে মারধর করে টেনেহিঁচড়ে অন্ধকার গলিতে নিয়ে যায় এবং তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করে। সে সময় সহকর্মী মুজাহিদ তাদের আটকাতে গেলে তাকেও মারধর করে দুর্বৃত্তরা। পরে মুমূর্ষু অবস্থায় সহকর্মী মুজাহিদ ও স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে যায়। কিন্তু আঘাত গুরুতর হওয়ায় সেখানকার চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। বৃহস্পতিবার (১৫ জুন) দুপুর পৌনে ৩টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের মৃত্যু হয়।
সাধুরপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর অপকর্ম নিয়ে সংবাদ প্রকাশের জেরে নাদিমকে হত্যা করা হয়েছে। নাদিম হত্যার সাথে জড়িত ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুসহ সকলকে দ্রুত আইনের আওতায় এনে ফাঁসি কার্যকর করতে হবে এই দাবি জানান সাংবাদিকরা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি রাজশাহী বিভাগের সভাপতি (ভারপ্রাপ্ত) মোঃ মাসুদ আলী (পুলক), সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম, রাজশাহী মহানগরের সভাপতি সাগর নোমানী, সিনিয়র সহ-সভাপতি আরিফুল ইসলাম আরিফ, সাধারণ সম্পাদক সাজেদুল হক টিটু, প্রচার সম্পাদক সালাহ উদ্দিন আহমেদ সোহাগ, দপ্তর সম্পাদক সাঈদ ইকবাল সনু, মহিলা বিষয় সম্পাদক উম্মে নাজনিন র্উমী, সদস্য আইয়ুব, সদস্য পাভেল, ফটো সাংবাদিক মোঃ বাবুল, মোঃ মমিন, সাংবাদিক মামুনুর রহমান, সাংবাদিক জাহিদ ইকবাল, সাংবাদিক ও জেলা সভাপতি সারোয়ার জাহান বিপ্লব প্রমূখ। এছাড়া আরও প্রায় অর্ধশতাধিক বিভিন্ন অনলাইন পত্রপত্রিকার সাংবাদিক উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন