মঈনুদ্দীন শাহীন, বিশেষ প্রতিনিধ।।
সারাদেশে প্রকৃতি ও জীববৈচিত্র ধ্বংস রুখে দিতে, পরিবেশ ও জীববৈচিত্র রক্ষায় সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ( আজ ২২ অক্টোবর ২০২১) সেভ দ্যা নেচার অব বাংলাদেশের উদ্যোগে, ও বাংলাদেশ ওয়াইল্ড লাইফ কনজারভেশন এলাইয়েন্স এর ব্যবস্থাপনায় উখিয়ায় অনুষ্টিত হয়ে গেলো প্রকৃতি ও জীববৈচিত্র রক্ষা বিষয়ক কর্মশালা। উখিয়া ফরেষ্ট রেষ্ট হাউসে অনুষ্টিত এই কর্মশালায় সেভ দ্যা নেচার অব বাংলাদেশ উখিয়া শাখার সভাপতি সৈয়দ মোস্তফা, সাধারণ সম্পাদক রিমন মেহবুব রোহিত, সহ সভাপতি মোহাম্মদ কায়সার সহ প্রায় ৩০ জন সবুজ স্মারতী অংশ গ্রহন করেন।
উক্ত কর্মশালায় উপস্থিত ছিলেন, সেভ দ্যা নেচার অব বাংলাদেশের কেন্দ্রীয় চেয়ারম্যান আ ন ম মোয়াজ্জেম হোসেন, সাধারণ সম্পাদক মোহামদ সাঈফুল ইসলাম, তানভির আহমেদ, Field Manager, IBAP -Project (NACOM) সোয়েব আলী, Field facilitator – SUFAL Project ( NACOM) উখিয়া বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা গাজী সাঈফুল আলম, বিট কর্মকর্তা বজলুর রশীদ সহ উখিয়া রেঞ্জের অধিনস্থ বিভিন্ন এলাকার বিট কর্মকর্তারা।
বেলা ১০ টা হতে অনুষ্টিত প্রশিক্ষণ কর্মশালায় দেশের বিভিন্ন প্রান্ত হতে আসা প্রশিক্ষকগণ দেশের পরিবেশ ভারসাম্য রক্ষা সহ পশুপাখী ও বন্য প্রাণী রক্ষায় গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
মন্তব্য করুন