কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধিঃ
দেশের চলমান পরিস্থিতিতে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে মৌলভীবাজারের কমলঞ্জে সম্প্রীতি সমাবেশ ও শোভাযাত্রা করেছে উপজেলা আওয়ামীলীগ।
গত মঙ্গলবার (১৯ অক্টোবর) বিকাল ৫ টায় ভানুগাছ বাজারের চৌমহলা চত্বরে শোভাযাত্রা ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময়ে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক সদস্য ও কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুর রহমান, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এড. এএসএম আজাদুর রহমান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রামভজন কৈরী, অধ্যক্ষ মো. হেলাল উদ্দীন, কমলগঞ্জ পৌর মেয়র মো. জুয়েল আহমদ, সাংগঠনিক সম্পাদক এড. সানোয়ার হোসেন, কালীপদ দেব, সীতারাম বীন, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক সাকের আলী সজিব প্রমুখ।
সভায় বক্তারা দেশের চলমান পরিস্থিতিতে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে যার যার অবস্থান থেকে কাজ করতে অনুরোধ জানান।
মন্তব্য করুন