সিলেট প্রতিনিধিঃ
মহামারী করোনার টিকা নিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের আওতাভূক্ত ৩ লক্ষাধিক নাগরিক। নিয়মিত টিকাদান কর্মসূচির পাশাপাপাশি গণটিকার আওতায় তাঁরা টিকা নিয়েছেন।
সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার জাহিদুল ইসলামের দেয়া তথ্যে জানাযায়, বুধবার ২০ অক্টোবর পর্যন্ত সিলেট সিটি করপোরেশন এলাকায় ৩ লাখ ১০ হাজার নাগরিককে করোনার টিকা দেয়া হয়েছে।
সিসিকে’র নিয়মিত দুটি টিকাদান কেন্দ্র ও গণটিকা কার্যক্রম এবং প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে টিকা কার্যক্রমের আওতায় এই নাগরিকদের টিকা প্রদান করা হয়েছে।
তিনি জানান, এরমধ্যে দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন প্রায় সোয়া দুই লাখ নাগরিক। এছাড়া আগামী ২৮ অক্টোবর সিলেট নগরীতে আবারও প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে যারা প্রথম ডোজ নিয়েছিলেন তাদের দ্বিতীয় ডোজ দেয়া হবে।
জানা গেছে, বর্তমানে সিলেটে প্রায় ১০ হাজার নিবন্ধনকারী করোনা টিকা গ্রহণের অপেক্ষায় আছেন।
তবে তাঁদের অধিকাংশকে আগেই টিকা ম্যাসেজ পাঠানো হয়েছে কিন্তু নানা কারণে তাঁরা টিকা গ্রহণ করতে পারেন নি। আগামী সপ্তাহে তাদেরকে আবারও টিকা নেয়ার জন্য ম্যাসেজ দেয়া হতে পারে।
জানাযায়, আগামী ৭ দিন ছকমতো টিকা কার্যক্রম সম্পন্ন করা সম্ভব হলে অপেক্ষায় থাকাদের তালিকা ৮০ শতাংশই হ্রাস পাবে।
উল্লেখ্য, বর্তমানে সিনোফার্মার দ্বিতীয় ডোজ টিকা দেয়া হচ্ছে। এছাড়া ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ১২টি বুথে চলছে ফাইজারের প্রথম ডোজ। প্রতিদিন দেড় থেকে দুই হাজার মানুষকে করোনা টিকা গ্রহণের জন্য ম্যাসেজ পাঠাচ্ছে সিসিক।
মন্তব্য করুন