বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বর্ণি নোয়াগাও গ্রামে সুনাই নদীতে গোসল করতে গিয়ে ইনাম উদ্দিন (৫০)নামে এক ব্যাক্তির মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, ইনাম উদ্দিন নামের (৫০) ঐ ব্যাক্তি বুধবার (১৩ অক্টোবর ) আনুমানিক দুপুর ২টার দিকে স্থানীয় রাতখাল নদীতে গোসল করতে নামেন। বেশ কিছুক্ষণ গোসল করে হঠাৎ তিনি গায়েব হয়ে যান। স্থানীয় লোকজন অনেক খোজাখুজি করেও তাকে পায়নি। টানা ২০ ঘন্টা চেষ্টার পর ফায়ার সার্ভিসের দল তাকে পানিতে মৃত অবস্থায় উদ্ধার করে এবং লাশ আত্মীয় স্বজনের কাছে হস্তান্তর করেন।
সংশ্লিষ্ট ওয়ার্ড সদস্য ও ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহাব উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নদীতে গোসল করতে নেমে নিখোঁজের ২০ ঘণ্টা পর তার লাশ উদ্ধার করা হয়। পরিবারের কোনো প্রকার অভিযোগ না থাকায় আজ বুধবার দুপুরের দিকে ময়নাতদন্ত ছাড়াই তার দাফন সম্পন্ন করা হয়।
আপনার মতামত লিখুন :