সিলেট প্রতিনিধিঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা ও মহানগর শাখার নির্বাচন মনিটরিং কমিটির উদ্যোগে সোমবার বেলা ৩টায় নগরীর একটি হোটেলে এক যৌথ বৈঠক অনুষ্ঠিত হয়। জেলা সভাপতি মুফতী সাঈদ আহমদের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি হাফিজ মাওলানা ইমাদ উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক প্রফেসর ডা. মোয়াজ্জেম হোসেন খান, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা মাহমুদুল হাসান। বৈঠকে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সিলেটের সকল থানা শাখার নির্বাচন মনিটরিং কমিটির দায়িত্বশীল ও আসন্ন নির্বাচনে হাতপাখার চেয়ারম্যান প্রার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সভাপতি নজীর আহমদ, জেলা সহ সভাপতি রিয়াজুল ইসলাম রিয়াজ, ইসলামী শ্রমিক আন্দোলন সিলেট জেলা সভাপতি ফজলুল হক, ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মুফতি মুহাম্মাদ শিহাব উদ্দিন প্রমুখ।
মন্তব্য করুন