কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের মৃর্তিঙ্গা চা বাগান
(ফাঁড়ি) এলাকার ৮০ পরিবারের মাঝে নতুন বিদ্যুৎ সংযোগের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। গত শুক্রবার সন্ধায় মৃর্তিঙ্গা চা বাগান পঞ্চায়েত কমিটির আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক চিফ হুইপ ও অনুমিত হিসাব সম্পর্কিত কমিটির সভাপতি, বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।
রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমদ বদরুলের সভাপতিত্বে ও রাধা শ্যামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেউন্ডী চা বাগানের জেনারেল ম্যানেজার এস, এ, হিলালী, মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির কমলগঞ্জ জোনাল অফিসের ডিজিএম মীর মোঃ গোলাম ফারুক, মৃর্তিঙ্গা চা বাগানের ডেপুটি ম্যানেজার প্রদীপ দেব বর্মন, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন এর মনু-দলই ভ্যালীর সভাপতি ও ইউপি সদস্য ধনা বাউরী, প্রমুখ। এ সময় স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও চা শ্রমিকরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন