সিলেট প্রতিনিধিঃ সিলেট-৩ আসনের এমপি হাবিবুর রহমান হাবিব বলেছেন, আমি শাসন করতে আসিনি। মানুষের সেবা করতে এসেছি। সিলেট-৩ নির্বাচনী এলাকার জনগণ আমাকে যে আস্থা ও বিশ্বাস নিয়ে নির্বাচিত করেছেন, আমি জনগণের আশা-আকাঙ্খা পূরণ করতে দিনরাত কাজ করে যাচ্ছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধিন উন্নয়নের অংশ সিলেট-৩ নির্বাচনী এলাকার জনগণ ভোগ করবেন। নির্বাচনের পূর্বে আমি নির্বাচনী এলাকাকে আধুনিক ও নান্দিনক এলাকা হিসেবে গড়ে তোলার যে প্রতিশ্রুতি দিয়েছি তা ইনশাআল্লাহ বাস্তবায়ন করবো।
হাবিবুর রহমান হাবিব এমপি শনিবার বিকালে দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর ইউনিয়নের বৈরাগীবাজার হাইস্কুল মাঠে ওয়ার্ড আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে গণসংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
বৈরাগীবাজার উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটি সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুবল চন্দ্র পালের সভাপতিত্বে ও আতিকুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুল জব্বার জলিল, জেলা আওয়ামীলীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফারুক আহমদ, উপ-প্রচার সম্পাদক মতিউর রহমান মতিন, জেলা আওয়ামীলীগের সদস্য শহিদুর রহমান শাহীন, মোগলাবাজার থানার ওসি শামসুদ্দোহা পিপিএম, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সম্পাদক রাজ্জাক হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ নেতা তপন চন্দ্র পাল, বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন, মদন মোহন কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি অরুন দেবনাথ সাগর।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জেলা কৃষকলীগের যুগ্ম সম্পাদক জায়েদ আলী, উপজেলা আওয়ামীলীগ নেতা আব্দুল আহাদ, বশির মিয়া, আতিকুর রহমান, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল মালিক মল্লিক, সাধারণ সম্পাদক ওয়েছ আহমদ, নেছার আলী, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি রেজান আলী, সাধারণ সম্পাদক মনির আহমদ, শাহ ওলিদুর রহমান, মুজিবুর রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি আতাউর রহমান সানি, সহ সভাপতি জাবেদ আহমদ, যুবলীগ নেতা রুহুল ইসলাম প্রমুখ।
এর আগে হাবিবুর রহমান হাবিব এমপি লালাবাজার ইউনিয়নের বিবিদইল-মোল্লারবন্ধ সড়ক উন্নয়ন কাজ শেষে এর উদ্বোধন ও সিলাম ইউনিয়নে হযরত শাহ তৈয়ব (রহ.) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অতিরিক্ত শ্রেণি কক্ষ নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, দক্ষিণ সুরমা উপজেলা সহকারি শিক্ষা অফিসার লুৎফুর রহমান, উপজেলা প্রকৌশলী অফিসার আফসার আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম, আওয়ামী লীগ নেতা আব্দুর রহমান নানু, উপজেলা শিক্ষা কমিটির সদস্য ফজলুর করিম হেলাল, সহকারি প্রকৌশলী এ. জে. এম. তানভীর, লালাবাজার ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বুলবুল আহমদ, আওয়ামীলীগ নেতা আছাব আহমদ, লায়েক আহমদ জিকু, সিলাম ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু সাদ জুবেরী সাদ, মুজিবুর রহমান মুজিব, তুহিন চৌধুরী, সিলাম ইউনিয়নের ওয়ার্ড সভাপতি আতিকুর রহমান বাবুল, সাধারণ সম্পাদক শাহ খলিলুর রহমান (রাজা), বদরুল ইসলাম, শাহ ওলিদুর রহমান, জালাল আহমদ, স্কুল কমিটির সভাপতি সিরাজুল ইসলাম, ওয়ার্ড সদস্য সাদিক মিয়া, ইকবাল হোসেন, গৌছ আলী, জিয়া উদ্দিন, হযরত শাহ তৈয়ব (রহ.) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জয় কুমার দাস, সহকারি শিক্ষক রেজভা খাতুন চৌধুরী, শুভ্রা রানী দেশমুখ্য, সালমা আক্তার, নুসরাত মাহবুব প্রমুখ।
মন্তব্য করুন