সিলেট প্রতিনিধিঃ শুক্রবার ৮ অক্টোবর সকাল ১০টায় হতে রাত ৯টায় পর্যন্ত সিলেট খাদিমপাড়াস্থ নাজিমগড় রিসোর্টে এই আঞ্চলিক পরিষদ অধিবেশন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশন সিলেট অঞ্চলের আঞ্চলিক কমিশনার বাবলী পুরকায়স্থ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশনের জাতীয় কমিশনার ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব কাজী জেবুন্নেছা বেগম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম, সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মন্ডল।
প্রধান অতিথির বক্তব্যে কাজী জেবুন্নেছা বেগম বলেন, বঙ্গবন্ধুর হাতে গড়া বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশন। কারিগরি শিক্ষার্থীদের মাঝে নীতি নৈতিকতা, নিজের অধিকার সম্পর্কে সচেতন করে, ভবিষতের নতুন নেতৃত্ব তৈরিতে গার্ল গাইডস এসোসিয়েশন বিরাট ও কার্যকর ভুমিকা রাখতে পারে। তাই সকল শিক্ষা প্রতিষ্ঠানে এমন সংগঠন নারিদের মানবিক গুনাবলি সমৃদ্ধ ভবিষত মানুষ গড়তে সহায়তা করবে। প্রধানন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশন আজ অনেক দূর এগিয়েছে।
বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশন সিলেট অঞ্চলের আঞ্চলিক সেক্রেটারী শাহানা জাফরীন রোজী ও আঞ্চলিক ট্রেইনার সুফিয়া বেগমের যৌথ পরিচালনায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন- বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশনের জাতীয় কোষাধ্যক্ষ জাফরিন আরা বেগম, সিলেটের বিদ্যালয় পরিদর্শক হেপি বেগম, সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবীর আহমেদ, সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহুরুল হক, দক্ষিণ সুরমা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুসরাত হক, বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশনের সিলেট জেলা কমিশনার সিদ্দিকা খাতুন, সুনামগঞ্জ জেলা কমিশনার নাসিমা রহমান, হবিগঞ্জ জেলা কমিশনার নাসিমা আক্তার খানম, মৌলভীবাজার জেলা কমিশনার নুরজাহান সুয়ারা, সদস্য সালমা বাছিত সহ সিলেট অঞ্চলের বিভিন্ন জেলার গার্ল গাইডস, লেঞ্জার ও হলদেপাখির সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রথম অধিবেশন শেষে আঞ্চলিক পরিষদ অধিবেশনের বিভিন্ন কার্যক্রম ও বিভিন্ন জেলার অংশগ্রহণকারীদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়। অধিবেশনের অনুষ্ঠান মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে সমাপ্ত হয়।
মন্তব্য করুন