শার্শায় ডিবি পুলিশের অভিযানে গাজা সহ এক যুবক আটক


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : অক্টোবর ৯, ২০২১, ১২:২৪ পূর্বাহ্ন /
শার্শায় ডিবি পুলিশের অভিযানে গাজা সহ এক যুবক আটক

আঃজলিল যশোরঃ যশোরের শার্শা ফুলসারা এলাকা থেকে ২ কেজি গাঁজা সহ প্লাবন হাসান (১৯)নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে যশোর জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের একটি টিম।শুক্রবার (০৮ অক্টোবর)বিকালে তাকে আটক করা হয়।

ডিবি পুলিশের ওসি রুপম কুমার সরকার জানান, এসআই ইদ্রিসুর রহমান, এসআই সামনুর মোল্লা সোহান, এএসআই ইমদাদুল হকের নেতৃত্বে একটি টিম শার্শা থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া ফুলসরা শিকারপুর রোডের ফুলসরা গ্রামস্থ আলীবুদ্দিন মিলন এর নির্মানাধীন ১তলা বিল্ডিং বাড়ীর সামনে পাঁকা রাস্তার উপর হতে চিহ্নিত মাদক ব্যবসায়ী প্লাবন হাসান (১৯), পিতা- কোমল মুক্তি, সাং- নারিকেল বাড়ীয়া, থানা- শার্শা, জেলা-যশোরকে ০২ (দুই) কেজি গাঁজাসহ আটক করা হয় । উদ্ধারকৃত মাদকদ্রব্যের মূল্য ৮০,০০০/= (আশি হাজার) টাকা। এ সংক্রান্ত সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা হয়েছে।