নূরুজ্জামান ফারুকী, হবিগঞ্জঃ নবীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের কর্মরত গ্রাম পুলিশদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বাইসাইকেল বিতরণ করা হয়েছে।
গতকাল বুধবার (৬ অক্টোবর) বিকেলে নবীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে বিভিন্ন ইউনিয়নে কর্মরত ১১০জন গ্রাম পুলিশের মাঝে ১১০টি বাইসাইকেল করা হয়। উক্ত সাইকেল বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প জীবিকায়ন কর্মকর্তা (পজীব) সাকিল আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী ওবায়দুল কাদের হেলাল, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু, উপজেলা আওয়ামীলীগ নেতা আব্দুল কাইয়ূম সেলিম, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক লোকমান আহমেদ খান, রাব্বি আহমেদ চৌধুরী মাক্কু, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইকবাল আহমেদ বেলাল, পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাবিবসহ আওয়ামীলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
মন্তব্য করুন