হাবিবুর রহমান হাবিব, শাল্লা (সুনামগঞ্জ): শাল্লা উপজেলা প্রশাসনের আয়োজনে, উপজেলা গণমিলনায়তনে ৬ অক্টোবর বুধবার জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস ২০২১ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল মুক্তাদির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন শাল্লা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দিপু রঞ্জন দাস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ সুমন ভূঁইঞা, শাল্লা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম, আটগাওঁ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম আজাদ, হবিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিবেকানন্দ মজুমদার বকুল।
সভায় স্থানীয় সাংবাদিক, ইউনিয়ন পরিষদের সচিব, ইউনিয়ন স্বাস্থ্য কর্মী, গ্রাম পুলিশ প্রমূখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।বক্তাগণ জন্ম ও মৃত্যু নিবন্ধনের প্রয়োজনীয়তার উপর আলোকপাত করে জন্ম ও মৃত্যু নিবন্ধন নিয়ে আলোচনান্তে সচেতনতা মূলক বিস্তর বক্তব্য রাখেন।
মন্তব্য করুন